February 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 4th, 2025, 11:41 am

শেষ দুই ম্যাচে কি বিদেশি আনবে চিটাগং– যা বলছেন অধিনায়ক মিঠুন

অনলাইন ডেস্ক:
রংপুর রাইডার্স এনেছিল আন্দ্রে রাসেল, টিম ডেভিড আর জেমস ভিন্সকে। খুলনা টাইগার্সে যোগ দিয়েছেন জেসন হোল্ডার এবং শিমরন হেটমায়ার। ফরচুন বরিশাল উড়িয়ে আনছে নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশামকে। সেই তুলনায় প্লে-অফে থাকা আরেক দল চিটাগং কিংসের একেবারেই নীরব।

গতকাল প্রথম কোয়ালিফায়ারে হারের পরে নিশ্চিত হয়েছে ফাইনালের লড়াইয়ে তাদের খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। যেখানে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে চিটাগং কিংস। তবে এই ম্যাচের আগে কোনো নতুন বিদেশিকে আনবে না চিটাগং।

বরিশালের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে অধিনায়ক মোহাম্মদ মিঠুন বিদেশি আনা প্রসঙ্গে বলেন, ‘এখনও পর্যন্ত এমন কোনো (বিদেশি আনার) প্ল্যান নাই। আমরা সেটাতে বিশ্বাসীও না। শুধু বড় নাম হলেই হয় না । এখনও পর্যন্ত যারা বিদেশি খেলছে সবাই এই আবহাওয়ার সাথে এডজাস্ট করে ফেলেছে। বড় নাম আনলেই ডেলিভার করতে পারবে এমন না।’


বিদেশিরা সকালে এসে দুপুরে ম্যাচ খেলার ব্যাপারে মিঠুন বলেন, ‘ক্রিকেটিং দিক থেকে দেখলে (এমন অবস্থা) আইডিয়াল না। রংপুরের প্লেয়ার আজকে সকালে এসেছে। জার্নি করে জেট ল্যাগের ব্যাপার থাকে। প্রথম ম্যাচে কিন্তু আমাদের বিদেশিরা অনেকে সকালে এসেছিল। আমরা ফিল করতে পেরেছিলাম। আমি মনে করি না এটা আইডিয়াল। যদি এনে তাকে রেস্ট দেওয়া যায় সেটা আইডিয়াল।’
চলতি আসরে চিটাগং কিংসে বিদেশিদের মধ্যে খেলে গিয়েছেন পাকিস্তানের উসমান খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়ররা। বর্তমানে তাদের দলে আছেন খাজা নাফি, গ্রাহাম ক্লার্ক, হায়দার আলী এবং বিনুরা ফার্নান্দো।