ইমরান খুলনা:
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে “তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে বিভাগীয় প্রশাসন খুলনার ব্যবস্থাপনায় আগামী ৫ ফেব্রুয়ারি রূপসা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হবে। আগামীকাল বুধবার দুপুর ১২ টায় রুপসা নদীতে ১নং কাস্টমস ঘাট থেকে খান জাহান আলী সেতু পর্যন্ত একটি আকর্ষণীয় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
খুলনা বিভাগীয় প্রশাসন উদ্যোগে আয়োজিত এই নৌকা বাইচে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নৌকা বাইচের ১০ টি দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী দলকে ৭৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী দলকে ৫০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী দলকে ৩০ হাজার টাকা পুরস্কার হিসেবে প্রদান করা হবে।
আজ মঙ্গলবার খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।
নৌকা বাইচ আয়োজক কমিটি জানায়, এবারের নৌকা বাইচ প্রতিযোগিতায় খুলনার কয়রার সুন্দরবন টাইগার, মাগুরার আল্লাহর দান টাইগার, গোপালগঞ্জের তুফান এক্সপ্রেস ও স্বপ্নের তরী, টুঙ্গিপাড়ার মোবাইল ও জয় মা কালী, কাশিয়ানীর মায়ের দোয়া এক্সপ্রেস এবং খুলনার তেরখাদার ভাই ভাই জলপরিসহ ১০টি দল অংশ নেওয়ার কথা রয়েছে। বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে উৎপাদনশীল কাজের সাথে যুক্ত রাখতে এবং খুলনাবাসীকে নির্মল বিনোদন উপভোগের সুযোগ করে দেয়ার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, নৌকা বাইচ আবহমান বাংলার সংস্কৃতির একটি অংশ। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই উৎসবটি আজ প্রায় হারিয়ে যেতে বসেছে। নৌকা বাইচ উপলক্ষে আগামী ৫ ফেব্রুয়ারি সকাল ১১ টায় একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পুলিশ এর বাদক দল, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাদক দলসহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণের মাধ্যমে র্যালিটি খুলনার হাদিস পার্ক থেকে শুরু হয়ে ১নং কাস্টমস ঘাটে পৌঁছে সমাপ্ত হবে। নৌকা বাইচ প্রতিযোগিতা সকলের উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত ও সাফল্যমন্ডিত করে তুলবে।
বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার আরও বলেন, নৌকা বাইচ প্রতিযোগিতা সফলে নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নৌকাবাইচ পরিচালনায় নিয়োজিত নির্ধারিত নৌযান ছাড়া অন্যান্য নৌ-যান নৌকাবাইচের রুটে প্রবেশ করতে না দেওয়া। ডুবুরি সহ ফায়ার সার্ভিসের জরুরি সহায়তা টীম এবং এ্যাম্বুলেন্সসহ মেডিকেল টীম প্রস্তুত থাকবে। যানজট নিরসনে পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হয়েছে। অনুষ্ঠান চলাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং নৌপুলিশের পক্ষ
থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। প্রেসব্রিফিংয়ে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্কমর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
সোনাগাজীতে পুলিশি নির্যাতনে নিহত যুবদল নেতার পরিবারকে ঘর দিচ্ছেন তারেক রহমান
পাবনায় পুলিশের কাছ থেকে আ.লীগ নেতাকে ছিনতাই ঘটনায় মামলা; আটক ১৬
রংপুরে সাংবাদিকদের নামে মামলা প্রত্যাহারের দাবীতে মানব বন্ধন সমাবেশ