রাজধানীর মিরপুর-১৪ টেকপাড়া বস্তিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১টার দিকে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত সোয়া ১টার দিকে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। পরে ৯টি ইউনিটের ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে একটি রিকশার গ্যারেজ। পুড়ে যায় কয়েকটি রিকশা।
স্থানীয়রা জানান, অটোরিকশার চার্জিং স্টেশন থেকেই আগুনের সূত্রপাত। প্রভাবশালীদের ছত্রছায়ায় বিদ্যুতের অবৈধ সংযোগ নিয়ে চলছে এসব রিকশার গ্যারেজ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও কোনো প্রতিকার মেলেনি।
আরও পড়ুন
বাংলাদেশ ব্যাংকের সব কর্মকর্তার লকার ফ্রিজ করতে দুদকের চিঠি
মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প, চীনের সঙ্গেও আলোচনা হবে
ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান