বছরখানেক আগেই খবর রটে- বিয়ে করেছেন চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। তার স্বামীর নাম আদনান উদ্দিন কামাল। তিনি একজন জাহাজ ব্যবসায়ী।
সে সময় জানা যায়, বর্তমানে ধানমন্ডিতে থাকছেন পপি। দুই বছরের একটি পুত্রসন্তান রয়েছে তার। যার নাম আয়াত। স্বামীর পরিবার পপিকে এখনও মেনে নেয়নি বলে অনেকটা বাসাবন্দি সময় কাটাচ্ছেন তিনি।
পপিকে বিয়ের তথ্য প্রকাশ্যে আসার পর সেসময় খবরটি মিথ্যা বলে দাবি করেন জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামাল। তিনি বলেন, ‘পপি আমাদের পারিবারিক বন্ধু। তাকে বিয়ের প্রশ্নই আসে না। একটা মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব ছড়াচ্ছে।’
ব্যক্তিজীবনে এই ব্যবসায়ী বিবাহিত। তার তিনটি সন্তানও রয়েছে। পপির সঙ্গে বিয়ের খবর তার স্ত্রী উপভোগ করছেন বলেও মন্তব্য করেন আদনান উদ্দিন।
তিনি বলেন, পপির সঙ্গে বিয়ের খবরে আমাকে রীতিমতো ভাইরাল করে দেওয়া হয়েছে। পুরো বিষয়টা আমার স্ত্রীও বেশ উপভোগ করছে।
চিত্রনায়িকাকে বিয়ের খবর এভাবে হেসে উড়িয়ে দিলেও বছরখানেক পার হতেই সেই কামালের পাশেই দেখা মিলল পপির। শুধু স্বামী নয়, অভিনেত্রীর ৪ বছরের সন্তানেরও দেখা মিলেছে।
আরও পড়ুন
ঐশ্বরিয়া কন্যাকে নিয়ে মিথ্যে রটনা, গুগলকে নোটিশ জারি আদালতের
শাকিবের পর দেবের সঙ্গে, ইধিকার বৃহস্পতি তুঙ্গে
ভালোবাসা দিবসে মিথিলার চমক