February 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 5th, 2025, 3:54 pm

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামি খালাস

পাবনার ঈশ্বরদীতে ১৯৯৪ সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার অভিযোগে করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নয় জনসহ সব আসামিকে খালাস করে রায় দিয়েছে হাইকোর্ট।

এছাড়া খালাস হওয়া আসামিদের মধ্যে যাবজ্জীবন কারাদণ্ড ২৫ জন, ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ১৩ জন।

আজ বুধবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করে।

মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স মঞ্জুর এবং আসামিদের আপিল ও জেল আপিল খারিজ করে এ রায় দেয়া হয়েছে।

এদিকে, এ রায়ের পর সংবাদ সম্মেলন শুরু হওয়ার আগে কথা কাটাকাটির পরে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে ঈশ্বরদী থেকে আসা বিএনপির নেতা-কর্মীরা। এ সময় আহত হন এটিএন নিউজের সিনিয়র রির্পোটার জাবেদ আক্তার।

তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এ সময় বৈশাখী টেলিভিশনের মাইক্রোফোন ভাঙচুর করাসহ মারধর করা হয় আরও কয়েকজন সাংবাদিককে।

রায় ঘোষণার পর বেলা ১২টার দিকে হাইকোর্টের এনেক্স ভবনের সামনে এ ঘটনা ঘটে৷

ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে সংবাদ সম্মেলন বর্জন করেন সাংবাদিকরা৷

ঘটনার সুষ্ঠু বিচার এবং জড়িতদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরা।