অনলাইন ডেস্ক:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২ টায় বুলডোজার নিয়ে ম্যুরালটি গুঁড়িয়ে দেওয়া।
এর আগে রাত ১০ টায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম ফলক ভেঙে বিজয় ২৪ এবং বঙ্গবন্ধু ম্যুরালের নাম মুক্ত মঞ্চ দেন। অপরদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ফলক ভেঙে ফেলা হলেও এখনো কোনো নাম দেয়নি তারা।
এসময় শিক্ষার্থীরা বলেন, আমরা বেরোবিতে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও শেখ পরিবারের কোনো চিহ্ন রাখা হবে না। ফ্যাসিস্ট শেখ হাসিনা আজকে দিল্লিতে বসে ভাষণ দিয়ে মানুষকে উস্কানি দিচ্ছে। তা কোন ভাবেই ছাত্র জনতা মেনে নেবে না।

আরও পড়ুন
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত বিএনপির
বিদেশে সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে প্রায় ২ হাজার নিহত: ইরানি কর্মকর্তা