March 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 10th, 2025, 7:51 pm

প্রকাশ্যে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা; অভিযুক্ত স্বামী আটক

পাবনা প্রতিনিধি:
পাবনা শহরে প্রকাশ্য দিবালোকে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেছে স্ত্রী সাথী খাতুন (১৭) এর। এ ঘটনায় জড়িত অভিযোগে স্বামী শাওন ইসলাম (১৯) কে আটক করেছে পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পাবনার পৌর সদরের দিলালপুর টেকনিক্যাল এলাকায় এই ঘটনা ঘটে।
পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সাথী খাতুন পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মাছিমপুর গ্রামের নবিরুল ইসলামের মেয়ে। আর আটকৃত শাওন ইসলাম (১৯) পাবনা পৌরসভার দিলালপুর পুরাতন টেকনিক্যাল এলাকার শরিফ উদ্দিনের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দেড় বছর আগে প্রেমের সম্পর্ক থেকে পারিবারিকভাবে সাথী ও শাওনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সংসার জীবনে তাদের বনিবনা হচ্ছিল না। মাঝেমধ্যেই সাথীকে মারপিট কতেন শাওন। তারই জেরে সোমবার সকালে সাথী তাঁর বাবার বাড়ি যাওয়ার কথা বললে দু’জনের মধ্যে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে শাওন পেছন থেকে সাথীকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয়। চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে শাওনকে আটক করে। সেইসঙ্গে সাথীকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সাহা বলেন, ‘ঘটনাস্থল থেকে অভিযুক্ত স্বামী শামওনকে আটক করা হয়েছে। পাবনা জেনারেল হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’