February 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 11th, 2025, 10:25 pm

স্বামীকে থাপ্পড়, জুতা ছুড়ে মারলেন অঙ্কিতা!

অনলাইন ডেস্ক:
গত বছর ‘বিগ বস্ ১৭’-এর ঘরে থাকাকালীন অশান্তি লেগেই থাকত অঙ্কিতা লোখাণ্ডে ও তার স্বামী ভিকি জৈনের মধ্যে। ভিকিকে প্রকাশ্যে অপমান করা থেকে তার চরিত্রে কাদা ছেটানো— কিছুই বাদ রাখেননি অঙ্কিতা।
অন্যদিকে অভিনেত্রীর স্বামীও পিছিয়ে থাকেননি। তিনিও অঙ্কিতার উদ্দেশে কটূক্তি করে গেছেন। প্রকাশ্যে স্ত্রীকে অপমানও করেছেন।

সে সময় ভিকির বিরুদ্ধে এমন অভিযোগও ওঠে, তিনি নাকি অভিনেত্রীকে থাপ্পড় মারতে উদ্যত হয়েছিলেন।
তবে ‘বিগ বস্’-এর ঘরের খেলা শেষ হয়েছে। প্রতিযোগীতায় একে অন্যেকে আক্রমণ করে কথা বললেও বাস্তব জীবনে আবারও স্বামী-স্ত্রী হিসেবেই ফিরেছেন তারা। যদিও এই মুহূর্তে নতুন এক রিয়্যালিটি শোতে দেখা যাচ্ছে তাদের। এখানেও জুটি হিসেবেই হাজির হয়েছেন তারা। সেখানেই অনুষ্ঠানের একটি পর্বে স্বামীর গালে চড় বসালেন অঙ্কিতা!


ভালোবেসেই একে অপরের হাত ধরেছিলেন ভিকি-অঙ্কিতা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কঠিন সময়ে অঙ্কিতার হাত শক্ত করে ধরেছিলেন ভিকি। তবু এখন সেই ভালোবাসাই নাকি দমবন্ধ হয়ে উঠেছে অভিনেত্রীর স্বামীর কাছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম-ভালবাসার প্রসঙ্গ উঠতেই ভিকি বলেন, ‘এই ভালোবাসাটা আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে।’

স্বামীর মুখে সেই কথা শুনে অভিনেত্রী বলেন, ‘যা তুই এখান থেকে। ভালোবাসা চাপানো হয়েছে যখন, থাকতে হবে না আর।’ বলেই একটা জুতো ছুড়ে মারেন স্বামীর দিকে। শুধু তাই নয়, স্বামীর গালে একটা থাপ্পড়ও বসান। তবে পুরো ঘটনাই হয়েছে এই তারকা দম্পতির খুনসুটির ছলে। অঙ্কিতা বরাবরই জানিয়েছেন, তাদের সম্পর্কে যতোই ওঠাপড়া আসুক তিনি স্বামীকে ছেড়ে কখনও যাবেন না।