February 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, February 15th, 2025, 11:57 am

৬ দেশের ভারতীয়দের অন-অ্যারাইভাল ভিসা দেবে আমিরাত

অনলাইন ডেস্ক:
নতুন ৬টি দেশের প্রবাসী ভারতীয়দের অন-অ্যারাইভাল ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই দেশ ছয়টি হলো সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কানাডা।
এর আগে কেবল যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়েনের অন্তর্ভুক্ত ২৭টি দেশ এবং যুক্তরাজ্যে প্রবাসী ভারতীয়রা এই সুযোগ পেতেন। এখন এই তালিকায় যুক্ত হলো নতুন এই ৬টি দেশ।

আমিরাতের পরিচয়পত্র, নাগরিকত্ব, কাস্টমস এবং বন্দর সুরক্ষা কর্তৃপক্ষের (আইসিপি) দেওয়া এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এ তথ্য। সেখানে বলা হয়েছে, নতুন এই ছয় দেশের প্রবাসী ভারতীয়রা তাদের পাসপোর্ট, রেসিডেন্ট পারমিট কিংবা গ্রিনকার্ড প্রদর্শন করলেই আমিরাতের যে কোনো প্রবেশ পয়েন্ট থেকে অন-অ্যারাইভাল ভিসা পাবেন।

বিবৃতিতে আইসিপি বলেছে, “ভারতের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের যে দীর্ঘদিনের সম্পর্ক এবং বন্ধন, তার প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমরা আশা করছি, এই ৬ দেশের প্রবাসী যেসব ভারতীয় আমিরাত সম্পর্কে আগ্রহী, সরকারের এই উদ্যোগ তাদের এই দেশে ভ্রমণকে সহজতর করবে এবং এই দেশে বসবাস, কাজ এবং বিনিয়োগ করতে তাদের উৎসাহিত করবে।”

সূত্র : গালফ নিউজ