February 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 17th, 2025, 12:53 pm

প্রকাশ পেলো দুই গান, মেলায় এসেছে ফাহমিদা নবীর ডায়েরী

অনলাইন ডেস্ক:
বরেণ্য সংগীতশিল্পী ফাহমিদা নবীর কণ্ঠে তার নিজেরই সুর করা দুটি নতুন গান প্রকাশ পেয়েছে। দুটি গানই তার ইউটিউব চ্যানেল ‘ফাহমিদা নবী’তে প্রকাশিত হয়েছে বলে জানান তিনি। গান দুটি হচ্ছে ‘সেদিনও মুখর ছিলো শব্দহীন কথারা’ ও ‘কাছের মানুষ দূরে যায়, দূরের মানুষ আসে কাছে’। প্রথম গানটি লিখেছেন ফারজানা রহমান ও দ্বিতীয় গানটি লিখেছেন ইলা মজিদ। দুটি গানেরই সংগীতায়োজন করেছেন সজীব দাস।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ফাহমিদা নবী জানান, দুটি গানই পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষ্যে তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন তিনি।

এদিকে এবারের বই মেলায় প্রথমবার ফাহমিদা নবীর লেখা কোনো গ্রন্থ প্রকাশ পেয়েছে। বিগত বেশ কয়েক বছর যাবত ফাহমিদা নবী তার নিজের ফেসবুকে নানান বিষয় নিয়ে তার নিজের অনুভূতি নিয়মিত লিখে আসছেন। তার লেখা কথাগুলো নানান সময় সমাজের নানান সমস্যা সমাধানেরও দিক নির্দেশনা হিসেবে কাজ করে। যে কারণে অনেকেই তাকে নানান সময়ে অনুরোধ করেন এই লেখাগুলো বই আকারে যেন প্রকাশ করা হয় যাতে চাইলেও কেউ সেই বইটি সংরক্ষণে রাখতে পারেন।

ভক্ত-পাঠকদের কথা বিবেচনা করেই ফাহমিদা নবী এবারের বই মেলায় প্রকাশ করেছেন তার নিজের জীবনের প্রথম বই ‘ফাহমিদা নবীর ডায়েরী’। প্রথমবার বই প্রকাশ করে ভীষণ উচ্ছ্বসিত তিনি। গান নিয়ে কাজের ব্যস্ততা না থাকলে তিনি প্রতিদিনই বইমেলায় যেতেন। কিন্তু সামনে আরও নতুন কিছু গান আসবে, সেগুলো নিয়েও আছে ব্যস্ততা। ফাহমিদা নবী বলেন, ‘ইচ্ছে করে রোজ যেতে। কিন্তু পারি না। তবে আজ দীর্ঘ একটা সময় বইমেলায় থাকব।’