March 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 19th, 2025, 11:28 am

৭১ সালে স্বাধীনতার বিরোধীতা করেছেন এখন আবার ষড়যন্ত্র করছেন : ইকবাল হাসান মাহমুদ টুকু

পাবনা প্রতিনিধি : বিএনপি কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে বলেন, ৭১ সালে আপনারা পাকিস্তানীদের পক্ষ নিয়ে আমাদের বিরোধীতা করেছেন। এখন আবার ষড়যন্ত্র করছেন। ৭১ কে বাদ দিয়ে কিছু করলে আমরা মানবো না। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলার ন্যায় পাবনায় জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার বিকেলে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট মাসুদ খন্দকারের সঞ্চালনায় বিশেষ অতিথি  হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, ওবাদুর রহমান চন্দন প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, সংস্কার করতে হলে পার্লামেন্ট লাগবে। আর বিএনপি এমন কোনো বিষয় নাই যা সংস্কার করে নাই। এখন একটি দল নির্বাচনের আগে সংস্কার চাচ্ছে, স্থানীয় নির্বাচন চাচ্ছে। স্থানীয় নির্বাচন আগে করা মানে আওয়ামীলীগকে নিয়ে আসা। কিন্তু জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয়।

ফ্যাসিষ্ট খুনি শেখ হাসিনা সম্পর্কে তিনি বলেন, তিনি দেশে ফিরবেন আসবেন ঠিকই খুন আর দূর্ণীতির দায়ে জেল খাটার জন্য। ভারত প্রসঙ্গ টেনে বলেন, ভারত প্রতিবেশি বৃহৎ, শক্তিশালী ধনী রাষ্ট্র । কিন্তু আপনি যদি মোড়লগিরি করতে চায় বাংলার মানুষ তা মেনে নেবে না। আমরা আত্ম সম্মান নিয়ে আপনাদের চোখে চোখ রেখে কথা বলবো।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে আরো বলেন, বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। আপনারা কোনো ষড়যন্ত্রে পা দিবেন না। আগামী ভোটের জন্য প্রস্তুত হন। জনগনের মন জয় করেন। তাহলে বিজয়ী হতে পারবেন। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আগামীতে এক নতুন বাংলাদেশ আসছে। সট-১ : ইকবাল হাসান মাহমুদ টুকু, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ।