February 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 23rd, 2025, 12:55 pm

প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশে কুয়েট শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক:
মাথায় লাল কাপড় বেঁধে, হল বন্ধ করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশে যাত্রা করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টায় সংবাদ সম্মেলনের পর এই যাত্রা শুরু করেন তাঁরা। দুই বাসে করে তাঁরা ঢাকার উদ্দেশে যাচ্ছেন।

যাত্রা শুরুর আগে কুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, তারা সেখানে গিয়ে কুয়েটের ভিসি-প্রোভিসির অপসারণ দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবেন।
এরপর সেখান থেকে তারা তাদের বাড়িতে চলে যাবেন। কুয়েটে নিরাপত্তার অভাবজনিত কারণে তারা আর হলে ফিরবেন না বলেও জানিয়েছেন।
প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদলের ফরম বিতরণকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে বহিরাগতরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।
সেই থেকে কুয়েটে অস্থিতিশীল অবস্থা চলছে। ১৯ ফেব্রুয়ারি কুয়েটের জরুরী সিন্ডিকেট সভায় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু শিক্ষার্থীরা এখনো প্রতিদিনই কুয়েটে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। ইতোমধ্যে নির্যাতনের চিত্র সম্বলিত পোস্টার সাঁটানো হয়েছে নগরীর বিভিন্ন স্থানে।
পাশাপাশি বুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে হামলাকারীদের ছবি সম্বলিত প্রদর্শনী করা হয়েছে। যেখানে হামলাকারীদের চিত্র ফুটে উঠেছে। এছাড়া ভিসির বাসভবনে শুক্রবার রাতে শিক্ষার্থীরা তালা লাগিয়ে দিয়েছেন। শিক্ষার্থীদের দাবি ১৮ ফেব্রুয়ারির ঘটনায় কুয়েট প্রশাসন বহিরাগতদের হামলার ব্যাপারে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এজন্য ভিসি-প্রভিসির অপসারণ দাবি করেছেন তাঁরা।