February 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 23rd, 2025, 1:38 pm

ফ্রান্সে ছুরি নিয়ে হামলায় হতাহত ৪

ছবি: এএফপি

অনলাইন ডেস্ক:
ফ্রান্সে ছুরি নিয়ে হামলার ঘটনায় একজন নিহত হয়েছে। এছাড়া আরও তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এই ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। দেশটির পূর্বাঞ্চলীয় মুলহাউজে ওই হামলার ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

ছুরি নিয়ে হামলার ঘটনায় ৩৭ বছর বয়সী আলজেরিয়ার এক নাগরিককে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত শুরু হয়েছে। ওই ব্যক্তি ছুরি নিয়ে তিন পুলিশ কর্মকর্তাকে আঘাত করেছেন। এদের মধ্যে দুজনের আঘাত বেশ গুরুতর। জানা গেছে, একজনের ঘাড়ে এবং একজনের বুকে আঘাত লেগেছে। ৬৯ বছর বয়সী এক পর্তুগিজ নাগরিক হামলাকারীকে বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও ছুরিকাঘাত করা হয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

স্থানীয় প্রসিকিউটর জানিয়েছেন, সন্ত্রাসবাদের নজরদারি তালিকায় নাম থাকায় সন্দেহভাজন ওই ব্যক্তিকে নির্বাসনের আদেশ দেওয়া হয়েছিল। প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, এটি একটি ইসলামি সন্ত্রাসী হামলার ঘটনা এতে কোনো সন্দেহ নেই। নিহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে ম্যাক্রোঁ বলেন, এই দেশ থেকে সন্ত্রাস নির্মূল করার কাজ চালিয়ে যাওয়ার জন্য আমি সরকারের এবং আমার দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করতে চাই।

এই ঘটনায় হতাহত এবং তাদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে ফরাসি প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেরো। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইলিউ শনিবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানা গেছে।