February 25, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 24th, 2025, 12:43 pm

নতুন রাজনৈতিক দলের সম্ভাব্য নাম ‘বাংলাদেশ নাগরিক পার্টি’

নিজস্ব প্রতিবেদক:
নতুন রাজনৈতিক দলের সম্ভাব্য নাম ‘বাংলাদেশ নাগরিক পার্টি’। আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিচ্ছেন নাহিদ ইসলাম।

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের সম্ভাব্য নাম ‘বাংলাদেশ নাগরিক পার্টি’। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ২৬ ফেব্রুয়ারি বড় জমায়েতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের চিন্তা করছেন এই দল গঠনের প্রক্রিয়ায় যুক্ত জাতীয় নাগরিক কমিটির নেতারা।

জাতীয় নাগরিক কমিটির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র বলছে, নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে আজ-কালের মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে পারেন নাহিদ ইসলাম। আর দলের সদস্যসচিবের পদে আখতার হোসেনের নাম অনেকটাই চূড়ান্ত। তিনি এখন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব।

নতুন দলের মুখ্য সংগঠক ও মুখপাত্র হিসেবে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহর নামও মোটামুটি চূড়ান্ত। সারজিস ও হাসনাত গণ-অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির সমন্বয়ক ছিলেন। সারজিস এখন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক। অন্যদিকে হাসনাত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক।

নতুন রাজনৈতিক দলে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে আলী আহসান জোনায়েদ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে আসতে পারেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁদের মধ্যে জোনায়েদ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আর নাসীরুদ্দীন জাতীয় নাগরিক কমিটির বর্তমান আহ্বায়ক।

বড় জমায়েতের পরিকল্পনা

২৬ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বড় জমায়েতের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতার সমন্বয়ে প্রস্তুতি কমিটি করা হয়েছে। আত্মপ্রকাশ অনুষ্ঠানের পরিকল্পনা সাজাতে ১৯ ফেব্রুয়ারি রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতি কমিটির প্রথম বৈঠক হয়।

প্রস্তুতি কমিটির সঙ্গে যুক্ত একাধিক নেতা বলেন, দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিন থেকে পাঁচ লাখ মানুষের সমাগম করতে চান তাঁরা।

দলের নামের প্রস্তাব জরিপে

নতুন দলের বিষয়ে জনমত জরিপ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। এ লক্ষ্যে ৫ ফেব্রুয়ারি থেকে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শিরোনামে একটি কর্মসূচি চলছে। এই কর্মসূচির আওতায় জনমত জরিপ করা হচ্ছে। অনলাইনের পাশাপাশি জেলায় জেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত (প্রশ্নোত্তর) সংগ্রহ করা হচ্ছে। জরিপে গতকাল রোববার বিকেল পর্যন্ত তিন লাখের বেশি মানুষ মতামত দিয়েছেন বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা।

এই জরিপে বেশির ভাগ মানুষ নতুন রাজনৈতিক দলের জন্য ‘বাংলাদেশ নাগরিক পার্টি’ নামটি প্রস্তাব করেছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। তিনি বলেন, ‘এই নাম আমাদের বিবেচনায় আছে।’

তবে জাতীয় নাগরিক কমিটির নেতৃস্থানীয় আরেকজন নেতা বলেন, বাংলাদেশ নাগরিক পার্টি নামটির ইংরেজি সংক্ষিপ্ত রূপ কেউ কেউ ‘বিএনপি’ করতে পারে। সেই জায়গা থেকে দলের নাম ইংরেজিতে বাংলাদেশ সিটিজেন’স পার্টিও হতে পারে। সে ক্ষেত্রে নতুন দলের নামের সংক্ষিপ্ত রূপ দাঁড়াবে ‘বিসিপি’। তিনি বলেন, দলের নাম চূড়ান্ত না হলেও ‘বাংলাদেশ নাগরিক পার্টি’ হওয়ার সম্ভাবনা বেশি।