February 25, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 24th, 2025, 1:15 pm

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা

ট্যাঙ্ক নিয়ে ইউক্রেনের সেনার অবস্থান- ছবি: এএফপি

অনলাইন ডেস্ক:
রাশিয়ার একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। স্থানীয় সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়া সোমবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় কর্মকর্তারাও ওই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর এএফপির।

দূরপাল্লার ড্রোন দিয়ে রাশিয়ার বেশ কিছু জ্বালানি স্থাপনায় আঘাত হেনেছে কিয়েভ। বলা হচ্ছে, মস্কোর ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসাবেই এসব হামলা চালানো হয়েছে। কয়েকদিন আগেই ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়ে বিদ্যুৎ সরবরাহ বিকল করে দিয়েছে মস্কো। ইউক্রেনে একরাতেই আড়াই শতাধিক ড্রোন দিয়ে হামলা চালায় রাশিয়া। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় মস্কো। তারপর থেকে একদিনে এটাই সর্বোচ্চ ড্রোন হামলার ঘটনা।

প্রায় তিন বছর আগে যুদ্ধ শুরুর পর একরাতেই রেকর্ড ২৬৭টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এর মধ্যে ১৩৮টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানান তিনি। রাশিয়ার রিয়াজান অঞ্চলের গভর্নর পাভেল মালকোভ টেলিগ্রামে এক পোস্টে বলেন, ইউক্রেনের ড্রোন ভূপাতিত করা হলে এর ধ্বংসাবশেষ ওই এলাকায় পড়লে সেখানে আগুন ধরে যায়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রিয়াজান অঞ্চলে দুটিসহ একরাতেই ২২টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চলতি বছর এ নিয়ে তৃতীয় বারের মতো রাশিয়ার সবচেয়ে বড় তেল ও গ্যাস কোম্পানি রোসনেফটে হামলার ঘটনা ঘটলো।