February 25, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 24th, 2025, 1:22 pm

নিজে থেকেই ফোনে অ্যাপ ডাউনলোড হওয়া বিপদের লক্ষণ

অনলাইন ডেস্ক:
নিজেদের দরকারে আমরা অনেক অ্যাপ ডাউনলোড করি ফোনে। যার বেশিরভাগই কয়েকদিন পর থেকে আর ব্যবহার হয় না। এমন অপ্রয়োজনীয় অ্যাপ যেমন ফোনের জায়গা দখল করে রাখে। তেমনি নানান ভাইরাসের মাধ্যম হয়ে ওঠে।

হ্যাকাররা এমন সব অ্যাপই বেছে নেয়। অনেক সময় দেখবেন আপনার ফোন নিজে থেকেই আপডেট নিচ্ছে। কিংবা আপনি ডাউনলোডের পারমিশন দেননি অথচ অ্যাপ ডাউনলোড হচ্ছে কিংবা ফোনে নতুন অ্যাপের অস্তিত্ব দেখছেন। এমন ঘটনা আপনার সঙ্গে ঘটলে সাবধান হোন।

যে কোনো অ্যাপকে ডাউনলোড হওয়ার পারমিশন দিয়ে রাখা বিপজ্জনক হতে পারে। দেখে নিন কীভাবে অ্যাপ ডাউনলোড হওয়া বন্ধ করতে পারবেন-
>> ডিভাইসে সেটিংস অ্যাপ খুলুন।
>> অ্যাপ বিকল্পে ট্যাপ করুন।
>> যে অ্যাপটি আপনি পরিবর্তন করতে চান, তাতে ট্যাপ করুন। অ্যাপটি খুঁজে না পেলে, সমস্ত অ্যাপ দেখুন বিকল্পে ট্যাপ করুন। তারপর নিজের অ্যাপটি বেছে নিন।
>> অনুমতি বিকল্পে ট্যাপ করুন। কোনো অ্যাপকে অনুমতি দিলে বা খারিজ করলে, সেগুলো আপনি এখানে পাবেন।
>> অনুমতি সংক্রান্ত সেটিং পরিবর্তন করতে, এটি ট্যাপ করুন, তার পর অনুমতি দিচ্ছি বা অনুমতি দিচ্ছি না বিকল্প বেছে নিন।
>> লোকেশন, ক্যামেরা এবং মাইক্রোফোন সংক্রান্ত অনুমতির জন্য, উল্লেখ করা এই বিষয়গুলোর মধ্যে থেকে বেছে নিতে পারেন। অ্যাপ যে কোনো সময়ে অনুমতি মেনেই অ্যাকশন নেবে, এমনকি আপনি যখন অ্যাপ ব্যবহার করেন না তখনো। সূত্র: টাইমস অব ইন্ডিয়া