March 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 24th, 2025, 2:14 pm

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ১ মার্চ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক:
আগামী ১ মার্চ বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে ১৪৪৬ হিজরি সালের পবিত্র রমযান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

সোমবার ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, সভায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সভাপতিত্ব করবেন। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডশন।

পবিত্র চাঁদ দেখার সংবাদ নিম্নলিখিত টেলিফোন, মোবাইল ফোন, ফ্যাক্স এবং ই-মেইল নম্বর হচ্ছে-০২-৪১০৫৩২৯৪, ০১৭৩২৬১২৯৫, ০২-৪১০৫০৯১২ ও ০১৭১৬৮৮৪৮৬৯।