February 25, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 24th, 2025, 2:19 pm

সহকারী জজ নিয়োগ পরীক্ষায় দেশসেরা ববি শিক্ষার্থী হালিমা

হালিমা তুস সাদিয়া

অনলাইন ডেস্ক:
১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সহকারী জজ হিসেবে দেশসেরা হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালযয়ের (ববি) আইন বিভাগের শিক্ষার্থী হালিমা তুস সাদিয়া।

হালিমা তার বিভাগে অনার্স ও মাস্টার্সের ফলাফলেও প্রথম স্থান অর্জন করেছেন। বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সরদার কায়সার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ও আইন বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী হালিমা।

গতকাল রবিবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এম এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

হালিমা তুস সাদিয়া বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামের রহমান কবির ও নাসিমা আক্তার দম্পতির মেয়ে।