গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়া উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম। সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের সহকারী পরিচালক শহীদুল ইসলাম।
উপজেলা শিক্ষা অফিসার নাগমা শিলভীয়া খান এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আনোয়ারুল ইসলাম ও ক,খ, মো. আলাওল হাদী। সহকারী উপজেলা শিক্ষা অফিসার খায়রুল ইসলাম এর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন গঙ্গাচড়া ইউ.আর.সি ইন্সট্রাক্টর সুফিয়া বেগম, ওকরাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক শফিকুল ইসলাম চাঁদ, দোন্দড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ঠাকুড়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজু আহম্মেদ, ধামুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন নেছা প্রমুখ। এসময় সহকারী উপজেলা শিক্ষা অফিসার সমিতি রংপুর জেলা সভাপতি মো. সিরাজুল ইসলাম, গঙ্গাচড়া উপজেলা শিক্ষা অফিসের সকল সহকারী উপজেলা শিক্ষা অফিসারসহ প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
ডাকাত সন্দেহে চার যুবককে পিটুনি, ছুরি-চাকু উদ্ধার
দুই অসহায় এতিম শিশুদের দায়িত্ব নিলেন তারেক রহমান
ডামুড্যা বাজারে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা