March 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 25th, 2025, 11:16 am

গুণগত শিক্ষা ও গবেষণা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে আরো সমৃদ্ধ করবে: উপাচার্য

রংপুর ব্যূরো : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, শিক্ষার্থীদের জন্য একাডেমিক পড়ালেখার পাশাপাশি গবেষণা কার্যক্রমে দক্ষতা অর্জন করা খুবই জরুরি। বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের স্কিল ডেভলপমেন্টের জন্য ইংলিশ ল্যাংগুয়েজ, জার্মান ল্যাংগুয়েজ, বেসিক কম্পিউটার কোর্সসহ বিভিন্ন  কো-কারিকুলার এক্টিভিটিস চালু করেছে । তিনি বলেন, এ সকল পদক্ষেপ শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রম ও বিদেশে উচ্চশিক্ষা অর্জন সহজ করবে।

গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি, ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে জাপান ফাউন্ডেশন ইন্দো-প্যাসিফিক পার্টনারশীপ প্রোগ্রাম ফেলোশীপ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এই সেমিনার আয়োজনের জন্য উপাচার্য জাপান ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। এসময় তিনি শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, গবেষণায় দক্ষতা অর্জন নিজ নিজ বিভাগের পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে র‌্যাংকিংয়ে এগিয়ে নিয়ে আরো সমৃদ্ধ করবে।

ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান বক্তব্য রাখেন। অতিথি বক্তা হিসেবে জাপান ফাউন্ডেশন (দক্ষিণ এশিয়া) এর মহাপরিচালক কোজি সাতো এবং প্যান এশিয়া রিসার্চ ইন্সটিটিউট টোকিও এর নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপান স্টাডিজ বিভাগের শিক্ষক ড. আব্দুল্লাহ-আল-মামুন অংশগ্রহণ করেন। সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।