অনলাইন ডেস্ক:
নারায়ণগঞ্জে তিন মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে নারায়ণগঞ্জের সদর মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত তিনটি হত্যা ও বিস্ফোরক মামলায় তাকে আদালতে হাজির করে পুলিশ। পরে তাকে চার দিন করে তিন মামলায় ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইয়ুম খান জানান, তিন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড চাইলে আদালত শুনানি শেষে প্রত্যেক মামলায় চার দিন করে ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাক্ষাৎ
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
সামিটের আজিজ খান ও তার পরিবারের রিট নাকচ, ১৯১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ বহাল