গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: দীর্ঘ আইনি লড়াইয়ে অবশেষে নৌকা তলিয়ে ভেসে উঠলো লাঙ্গল। আর আদালতের এ রায়ে মিথ্যের পরাজয় হয়ে সত্যের জয় হওয়াতে শপথের পরেই ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন লাঙ্গল প্রতীকে বিজয়ী প্রার্থী মাহফুজার রহমান দুলু। দুলু দায়িত্ব পাওয়ায় আনন্দে ভাসছে গঙ্গাচড়া ইউনিয়নের দুলু ভক্ত মানুষজন। কেউ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে আবার কেউ আনন্দে মিষ্টি বিতরণ করছে কেউ বা ফুলেল শুভেচ্ছায় বরণ করছে তাদের প্রিয় দুলুকে। এদিকে বিষয়টিকে অনেকে আল্লাহর ন্যায় বিচার বলছে।
জানা যায়, ২০২১ সালের ২৬ ডিসেম্বর গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে অন্য প্রার্থীর সাথে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে গঙ্গাচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম লেবু ও গঙ্গাচড়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহফুজার রহমান দুলু লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে। নির্বাচনে ফলাফলে মাহফুজার রহমান দুলুর প্রাপ্ত ভোটে চেয়ে ১২৬ ভোট বেশী নৌকা প্রতীক পাওয়ার ফলাফল দেখিয়ে মাজহারুল ইসলাম লেবুকে বিজয়ী ঘোষণা করে নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা। এ ফলাফল কারচুপির মাধ্যমে করা হয়েছে আপত্তি জানিয়ে দুলু পুনরায় ভোট গণনার দাবি করে। এছাড়া দুলুর সমর্থকরা ফলাফল বাতিল ও পুনরায় ভোট গণনার দাবিতে বিক্ষোভ করে। কিন্তু তাদের কারো দাবি কর্ণপাত করেনি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা। উপায় না পেয়ে মাহফুজার রহমান দুলু ভোট পুনঃ গণনার লিখিত আবেদন করেন। এতেও কোন কাজ না হলে আদালতের আশ্রয় নেন। এদিকে মাজহারুল ইসলাম লেবু নিয়ম অনুযায়ী পশথ নিয়ে ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন শুরু করেন। আদালতে ১৭ টি কেন্দ্রে অনিয়ম করে কারচুপির মাধ্যমে ভোট প্রদান করে নৌকা প্রার্থীকে বিজয়ী করা হয়েছে মামলার উল্লেখ করেন। মামলায় ২৪ জনকে বিবাদী করা হয়। নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা স্বাক্ষ্য প্রমান সাপেক্ষে আদালতে ভোট গণনা করে মাহফুজার রহমান দুলুর লাঙ্গল প্রতীককে ৩০৩ ভোট বেশী পাওয়ায় বিজয়ী ঘোষণা করে। পরবর্তীতে এ মামলা হাইকোর্ট গড়ায়। হাইকোর্ট নিম্ন কোর্টের রায় বহাল রাখে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নৌকার চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু আপিল না করায় নির্বাচন কমিশন হাইকোর্টের রায়ের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেয়। ফলে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ২৪ ফেব্রুয়ারি জেলা প্রশাসক মাহফুজার রহমান দুলুকে শপথ পাঠ করান। দুলু শপথ নিয়ে ওইদিনে ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত প্রশাসকের কাছ থেকে দায়িত্ব গ্রহন করেন। সাংবাদিক আব্দুল আলীম প্রামানিক বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার জাতীয় সংসদ থেকে ইউনিয়ন পর্যন্ত সব খানে নীল নকশার ভোট করে তাদের লোক বসিয়েছে। ফ্যাসিস্ট না থাকায় আজ সত্যের জয় হয়ে দীর্ঘ ৩ বছরের বেশী সময় পর দুলু দায়িত্ব পেল। তিনি আরো বলেন, অন্যায়ের কাছে জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান মাহফুজার রহমান দুলুর ৫ বছরের ৩ বছর হারিয়ে গেলো। প্রশ্ন রেখে বলেন এটা ফিরিয়ে দিবে কে। মাহফুজার রহমান দুলু বলেন, আমি জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান হয়েছি। কিন্তু ক্ষমতার অপব্যবহার করে কারচুপির মাধ্যমে আমাকে হারানো হয়েছিল। আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে আদালতের আশ্রয় নেই। আদালতই জনগণের অধিকার ফিরে দিয়েছে। মহান আল্লাহ সত্যের জয়ের প্রতিফলন ঘটিয়েছে। এখন অর্পিত দায়িত্ব সততা আর নিষ্ঠার সাথে পালন করবো এ জন্য ইউনিয়ন বাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুন
দুই অসহায় এতিম শিশুদের দায়িত্ব নিলেন তারেক রহমান
ডামুড্যা বাজারে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
শ্রেষ্ঠত্ব অর্জন করতে গেলে যা যা লাগে তা ইসলামী জীবন ব্যবস্থার মধ্যে ঢেলে দেওয়া হয়েছে