March 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 26th, 2025, 11:27 am

রংপুরে দিনব্যাপী বিভাগীয় বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মেলা

রংপুর ব্যুরো: রংপুরে তারুণ্যের উৎসব, ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে দিনব্যাপী বিভাগীয় বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫শে ফেব্রুয়ারি) সকালে রংপুর বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আশরাফুল ইসলাম। রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় এই বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মেলার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, তরুণেরাই দেশের ভবিষ্যৎ। তারুণ্যের উৎসবের উদ্দেশ্য দেশের প্রতিটি তরুণকে একই প্ল্যাটফর্মে এনে জাতীয় উন্নয়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ করা। এই মেলা তরুণদের সৃজনশীল চিন্তাধারা ও উদ্ভাবনী শক্তি বিকাশের সুযোগ তৈরি করবে। জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি তরুণদের অনুরাগ বৃদ্ধি এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রযুক্তি প্রসঙ্গে তিনি বলেন, বিজ্ঞানের বাস্তব প্রয়োগই প্রযুক্তি। প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে সহজ, নিরাপদ এবং উন্নত করছে। এজন্য তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য আহ্বান জানান।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন স্থানীয় সরকার রংপুর বিভাগের পরিচালক মোঃ আবু জাফর, রংপুর জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপপরিচালক মোহাঃ আবদুর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, দর্শনার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই মেলায় রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন স্কুলের বিজ্ঞান বিষয়ক ১৬টি স্টল (প্রজেক্ট) স্থান পেয়েছে।