March 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 26th, 2025, 2:50 pm

‘মেয়ের ইচ্ছা পূরণ করতে বাপ্পাকে জড়িয়ে ধরি, শাবনাজ এসে নাচে’

নাঈম–শাবনাজ। ছবি: শাবনাজের ফেসবুক

অনলাইন ডেস্ক:
এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ সিনেমা দিয়ে প্রথম আলোচনায় এসেছিলেন চলচ্চিত্র অভিনেতা নাঈম ও শাবনাজ। পরবর্তী সময় একের পর এক ছবি দিয়ে ভক্তদের মন জয় করেছেন তাঁরা। এক যুগের বেশি সময় পর্দায় তেমন সরব না থাকলেও এখনো ভক্তদের হৃদয়েই রয়ে গেছেন এই জুটি। তাঁদের নিয়ে ভক্তদের আগ্রহ এখনো আকাশচুম্বী, সেটাই যেন নতুন করে মনে করিয়ে দিল হেনা চরিত্র। সেই চরিত্রের সূত্রে আবার ভাইরাল হয়েছেন নাঈম–শাবনাজ জুটি ও বাপ্পারাজ।

শাবনাজ ও বাপ্পারাজ। ছবি: শাবনাজের ফেসবুক
শাবনাজ ও বাপ্পারাজ। ছবি: শাবনাজের ফেসবুক

কেউ লিখেছেন, ‘হেনা এখন কোথায়?’ কেউ লিখছেন ‘হেনা নাঈমের কাছে, টাঙ্গাইলে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে তখন আলোচনার তুঙ্গে এই তারকারা। তখন হঠাৎই একটি ভিডিওতে দেখা যায়, ‘প্রেমের সমাধি’ সিনেমার বকুল চরিত্রের অভিনেতা বাপ্পারাজ হেনার খোঁজে টাঙ্গাইলে। সিনেমার মতোই দৌড়ে এসে বাপ্পারাজ নাঈমের সামনে দাঁড়ান, এই অভিনেতার মুখে শোনা যায়, ‘নাঈম ভাই, হেনা কোথায়?’ নাঈম বলেন, ‘হেনার সঙ্গে অনেক আগেই আমার বিয়ে হয়ে গেছে।’ ‘না’ বলে বাপ্পারাজকে জড়িয়ে ধরেন সান্ত্বনা দেন নাঈম। পরে দেখা যায়, গান গাইতে গাইতে হেনা চরিত্রের শাবনাজ হাজির। মজা করে মুঠোফোনের ক্যামেরার ধারণ করা এই ভিডিও আবার ভাইরাল হয়।

শাবনাজ নাঈম ও অন্যরা। ছবি: শাবনাজের ফেসবুক
শাবনাজ নাঈম ও অন্যরা। ছবি: শাবনাজের ফেসবুক

এসব মজার ঘটনা নিয়েই সম্প্রতি টেলিপ্যাব (টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) আয়োজিত পিকনিক ও আনন্দ উদ্‌যাপন অনুষ্ঠানে কথা বলেন নাঈম। এই অভিনেতা বলেন, ‘বাপ্পা, ওমর সানীসহ আমাদের সেই সময়ের সবার সঙ্গে নিয়মিতই দেখা হয়, আড্ডা হয়। এবার যখন বাপ্পাসহ আরও অনেকে টাঙ্গাইলে আমাদের গ্রামের বাড়িতে আসেন, তখন যথারীতি আমাদের গ্রামের বাড়ির বাগানে চা খাচ্ছিলাম, মজা করছিলাম। ওমর সানী পেছন থেকে ভিডিও করছিল। সব সময়ই নানা মজার ঘটনা ঘটে। আড্ডার মাঝে আমার মেয়ে নামিরা জানায়, বাপ্পা আর আমাকে একটা অনুরোধ রাখতে হবে। মেয়ের আবদার তো রাখতেই হবে। বাপ্পা তখন জানতে চায়, “কী মা বলো?”’

সিনেমার অংশ শুটিং করে দেখান বাপ্পারাজ এবার সঙ্গে নাঈম। ছবি: ফেসবুক
সিনেমার অংশ শুটিং করে দেখান বাপ্পারাজ এবার সঙ্গে নাঈম। ছবি: ফেসবুক

বাপ্পা তখন জানতেন না কী হতে যাচ্ছে। পরে নামিরার কাছে সব শুনে, সবার তো চোখ কপালে। হেনার যে অংশ ভাইরাল হয়েছে, সেই অংশ অন্যভাবে অভিনয় করে দেখাতে হবে। এখানে এবার নাঈমকেও থাকতে হবে। এই ভাইরালের যুগে এসব করলে মানুষ কি বলবে। সেই ভাবনা সবার মাথায় ছিল। ‘মেয়ের কথা রাখতে গিয়েই, ভিডিওতে অংশ নিলাম। ওরাই সব ঠিক করল। আমাকে গাছের সঙ্গে হেলিয়ে তারা দাঁড় করিয়ে দিল। পরে আমার কাছে দৌড়ে বাপ্পা আসে। ডায়ালগ দিতে হয়। সেটা আপনারা ভিডিওতে দেখেছেন। মেয়ের ইচ্ছা পূরণ করতে বাপ্পাকে জড়িয়ে ধরি, শাবনাজ এসে নাচে। এটাও পরে দেখি ভাইরাল। আমরা ইচ্ছা করে ভাইরাল করব এমন চিন্তা ছিল না। অল্প সময়েই মধ্যেই ভিডিও করা। তবে বুঝতে পেরেছি দর্শকেরা এখনো আমাদের ভালোবাসেন। তাদের কাছে কৃতজ্ঞতা’, বলেন নাঈম।