March 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 27th, 2025, 12:01 pm

মহাসড়কে ডাকাতি-ছিনতাই প্রতিরোধে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

রংপুর ব্যুরো: রংপুর রিজিয়নের মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও চুরি প্রতিরোধে হাইওয়ে পুলিশ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। সাম্প্রতিক সময়ে মহাসড়কে অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে।
বিশেষ নজরদারির আওতায় গুরুত্বপূর্ণ এলাকাগুলো হাইওযয়ে পুলিশের অধীনে গোবিন্দগঞ্জ বাজার, শঠিবাড়ী বাজার, পীরগঞ্জ বাজার, সৈয়দপুর ও দশ মাইল এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। এই এলাকাগুলোতে রাত ১২টার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিশেষ করে, ঢাকা থেকে সন্ধ্যায় ছেড়ে আসা বাসগুলো রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে গোবিন্দগঞ্জ পৌঁছে। এই সমযয়ে ডাকাতির ঝুঁকি বেশি থাকায়, এসব বাসকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশ বিশেষ নজরদারি পরিচালনা করছে।
যাত্রী ও চালকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা হাইওয়ে পুলিশ বাসের চালক ও যাত্রীদের নিরাপত্তার জন্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। পুলিশের সদস্যরা রাতের বেলা বাসে উঠে যাত্রীদের সচেতন করছেন এবং সম্ভাব্য বিপদ সম্পর্কে আগাম সতর্ক করছেন।
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাসের যাত্রীদের ভিডিও ধারণ করা হচ্ছে। একই সঙ্গে, গরুবাহী ট্রাক ও অন্যান্য পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে, যাতে ডাকাতি বা ছিনতাইয়ের কোনো সুযোগ না থাকে।
সড়ক দুর্ঘটনা ও অপরাধ প্রতিরোধে কঠোর ব্যবস্থা মহাসড়কে শুধু ডাকাতি প্রতিরোধই নয়, সড়ক দুর্ঘটনা রোধেও বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। হাইওয়ে পুলিশের সদস্যরা চালকদের ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দিচ্ছেন এবং যত্রতত্র পার্কিং না করতে নির্দেশ দিচ্ছেন।
গোবিন্দগঞ্জ থেকে তেতুলিয়া পর্যন্ত এবং হাতীবান্ধা এলাকায় হাইওয়ে পুলিশের টহল আরও জোরদার করা হওয়ছে। সন্দেহজনক ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যাতে কোনো অপরাধ সংঘটিত হতে না পারে।
বুধবার রংপুর রিজিয়নের  হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম জনগণের সহযোগিতার আহ্বান জানান ্। তিনি রংপুর রিজিয়ন হাইওয়ে পুলিশ সকল যাত্রী ও চালকদের প্রতি আহ্বান জানিয়েছে । তিনি মহাসড়কে চলাচলের সময় সতর্ক থাকার জন্য, কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনা চোখে পড়লে, দ্রুত নিকটস্থ পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেছেন।
তিনি আর ও বলেন পুলিশের এই কার্যক্রমের ফলে মহাসড়কে নিরাপত্তা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। জনগণের সহযোগিতায় এই বিশেষ উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করতে চায় হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন।