অনলাইন ডেস্ক :
একদিন আগেই মানসিক অবসাদের কারণে আইপিএল ছেড়েছেন পাঞ্জাব কিংসের ক্যারিবিয়ান দানব ক্রিস গেইল। বিশ্বকাপের আগে চাঙ্গা হয়ে উঠতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন। ৪২ বছর বয়সী ক্রিস গেইল এবং পাঞ্জাব কিংসের পক্ষ থেকে কারণ হিসেবে এই কথটাই বলা হয়েছিল। কিন্তু এবার শোনা যাচ্ছে, আনুষ্ঠানিক বিবৃতির আড়ালে লুকিয়ে আছে অন্য ঘটনা! সাবেক ইংলিশ অধিনায়ক কেভিন পিটারসেন মনে করেন, গেইলকে অসম্মান করেছে পাঞ্জাব কর্তৃপক্ষ। স্টার স্পোর্টসকে তিনি বলেন, ‘পাঞ্জাব দলে তাকে যথাযথ সম্মান দেওয়া হচ্ছে না। তার (গেইল) মনে হচ্ছে, তাকে ব্যবহারের পর এখন ছুঁড়ে ফেলতে চাইছে পাঞ্জাব। এতদিন তাকে কাজে লাগিয়েছে, এখন তাকে বাদ দিতে চাইছে। তার জন্মদিনে তাকে খেলায়নি, এক পাশে ফেলে রেখেছে। তার বয়স হয়ে গেছে ৪২, এখন তার যা ইচ্ছে তাকে তা-ই করতে দিন।’ বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোতে ওপেন করতে নেমে ঝড় তোলা গেইলকে পাঞ্জাব ব্যাটিংয়ে নামাচ্ছে তিন নম্বরে। অধিনায়ক লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগারওয়াল ইনিংস উদ্বোধন করছেন। আরব আমিরাত পর্বে পাঞ্জাব চারটি ম্যাচ খেললেও গেইল সুযোগ পেয়েছেন দুটিতে। অচেনা পজিশনে নেমে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে সেই দুই ম্যাচে গেইলের ব্যাট থেকে এসেছে যথাক্রমে ১৪ ও ১ রান। এসব কারণেই পিটারসেন হয়তো ভাবছেন, গেইলকে অসম্মান করা হচ্ছে।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর