হিল্লোল ও নওশীন
অনলাইন ডেস্ক:
গোপনে ১২ বছর আগে বিয়ে করেন সে সময়ের জনপ্রিয় দুই তারকা আদনান ফারুক হিল্লোল ও নওশীন নাহরীন মৌ। শুরুতে স্বীকার না কারলেও একটা সময় প্রকাশ্যে আসে তাদের বিয়ের খবর। আর বিয়ের কথা স্বীকার করলেও, আড়ালে থেকে যায় তাদের বিয়ের ছবি।
অবশেষে ১২ বছর পর প্রকাশ্যে এসেছে হিল্লোল-নওশীনের বিয়ের ছবি। গত শনিবার ফেসবুকে বিয়ের তোলা ছবি পোস্ট করে হিল্লোল লিখেছেন, ‘মৌ, ১২তম বিয়েবার্ষিকীর শুভেচ্ছা। আমাদের বিয়ের দিনের ছবি কোনোদিন শেয়ার করা হয়নি, আজকে করলাম। সত্যি কথা বলি, অফিশিয়াল ১২ বছর কোন দিকে চলে গেল, টেরই পেলাম না। সুস্থ থাকো, সুন্দর থাকো আর এ রকমই ছায়া হয়ে, আমার শক্তি হয়ে পাশে থাকো বাকিটা জীবন।’
এদিকে একই দিন পুরোনো একটি ছবি প্রকাশ করে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী নওশীনও। অভিনেত্রী তার ফেসবুকে লিখেছেন, ‘আমাদের একসঙ্গে যত ছবিই থাকুক না কেন, কোনো না কোনো কারণে আমার কাছে এটিই সবচেয়ে মূল্যবান এবং বেশি প্রিয়। ১২তম বিয়েবার্ষিকীর শুভেচ্ছা আমার স্বামী।’
নওশীন আরও লিখেছেন, ‘এই দিনে আমার কাছে না থেকে তুমি আবারও প্রমাণ করে দিলে যে, আমি সঠিক ছিলাম। তুমি সাধারণ কোনো মানুষ নও যে, বিশেষ দিনগুলো মনে রাখো। এমনকি তোমার যে এমন অন্য রকম ব্যক্তিত্ব, তা খুবই প্রিয় আমার। এই অসাধারণ তোমার সুন্দর মনের জন্য কৃতজ্ঞতা, যাকে আমার বাড়ি মনে করি, আমার শান্তিও।’
উল্লেখ্য, ভালোবেসে অভিনেতা হিল্লোলকে ২০১৩ সালের ১ মার্চ বিয়ের করেন উপস্থাপিকা-অভিনেত্রী নওশীন। বর্তমানে দুজনই সুখের সংসার পেতেছেন যুক্তরাষ্ট্রে। ২০২২ সালের ১৩ জুলাই নিউইয়র্কের একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন অভিনেত্রী।
এদিকে, অভিনেতা হিসেবে বেশ পরিচিত হিল্লোল। নাটকের পাশাপাশি কাজ করেছেন সিনেমাতেও। তবে ২০১৭ সাল থেকে ফুড ব্লগিংয়ের সঙ্গে যুক্ত আছেন তিনি।
আরও পড়ুন
বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন
রোহিঙ্গাদের জন্য ৬৮ মিলিয়ন ইউরো দেবে ইইউ
শেখ পরিবারের নামে থাকা ২৭ প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন