March 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 5th, 2025, 12:25 pm

কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

পারভেজ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জের শমশেরনগর রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বিকাল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মহরম মিয়া (৬০) কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের চানগাঁও এলাকার মৃত সানাউল্লাহর ছেলে। তিনি পীরের বাজারের একজন ব্যবসায়ী।

খবর পেয়ে বিকাল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে থানার (জিআরপি) পুলিশের উপ-পরিদর্শক দিপক সরকার ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল তৈরি করে মর্গে পাঠান।

জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট আন্তঃনগর পাহড়িকা এক্সপ্রেস ট্রেন শমশেরনগর রেলওয়ে স্টেশনের আউটার এলাকা অতিক্রমকালে মহরম আলী ট্রেনে কাটা পড়েন। এতে তার মাথাসহ দেহ কয়েক খণ্ড হয়ে যায়। পরে বিষয়টি শমশেরনগর স্টেশন মাস্টার রেলওয়ে পুলিশকে জানান।

শমশেরনগর স্টেশন মাস্টার জামাল হোসেন ট্রেনে কাটা পড়ে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।