নিজস্ব প্রতিবেদক:
আগামী ১৬ অক্টোবর থেকে সীমিত পরিসরে চলাচল করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান বাহন শাটল ট্রেন। শনিবার (২রা অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান। তিনি বলেন, আমরা রেলওয়েকে চিঠি দিয়েছি। আগামী ১৬ তারিখ থেকে শাটল চলবে। আপাতত শিডিউল সীমিত থাকবে। সকালে দুইটা ও দুপুরে দুইটা। রাতে কোনো ট্রেন থাকবে না। ষোলশহর রেলস্টেশনের সহকারী মাস্টার তন্ময় মজুমদার বলেন, রেজিস্ট্রার স্যার একটা চিঠি দিয়েছেন। এটা এখনও ফাইনাল হয়নি। হয়তো এ সপ্তাহে ফাইনাল হয়ে যাবে। সকালে দুইটা ট্রেন চবি ক্যাম্পাসে যাবে। দুপুরে আবার এগুলো বটতলীর উদ্দেশে রওনা করবে। রাতে আর কোনো ট্রেন নেই। তিনি আরও বলেন, এগুলো সাময়িকভাবে চালু করা হচ্ছে। পরে হয়তো নিয়মিত শিডিউলে চলবে। সকাল ৮টা ও ৯টার দিকে বটতলী স্টেশন থেকে যাত্রা করতে পারে বলে জানান তিনি। গত বছর মার্চে করোনার প্রকোপ বাড়ায় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শাটল চলাচলও বন্ধ হয়। দুই ধাপে সশরীরে পরীক্ষা শুরু হলেও শাটল বন্ধই ছিল। সর্বশেষ গত শুক্রবার ও শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছুদের সুবিধার্থে একটি করে ট্রেন দেওয়া হয় চবি রুটে।

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন