ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দালাল চক্র নির্মূলে যৌথবাহিনী অভিযান চালিয়েছে
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দালাল চক্র নির্মূলে যৌথ অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এ চক্রের বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন সরকার বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্নভাবে প্রতারণা করেন দালালেরা। তাঁদের নির্মূলে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়েছে।
ঢাকা জেলা সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান বলেন, তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে জরিমানাসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আরও পড়ুন
‘মেড ইন বাংলাদেশ’ এখন মর্যাদার প্রতীক: সৈয়দা রিজওয়ানা
তারেক রহমান কেন আসছেন না, এ প্রশ্ন খুব অরুচিকর: আসিফ নজরুল
তারেক রহমান এখনো ভোটার হননি: ইসি সচিব