March 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, March 8th, 2025, 11:19 am

শ্রীমঙ্গলে ২ শতাধিক খেলোয়ারের মাঝে তুরস্কের ইফতার সামগ্রী বিতরণ 

আল ইব্রাহিম, শ্রীমঙ্গল, প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পবিত্র রমজান উপলক্ষে তুরস্কের তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা টিকা পক্ষ থেকে প্রায় দুই শতাধিক চা বাগানের খেলোয়াড়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার(৭ মার্চ) সকালে উপজেলার ভিমসী বাবুর বাজার এলাকার স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্স (শি) এর ট্রেনিং সেন্টারে বিভিন্ন চা বাগান থেকে আসা সুবিধা বঞ্চিত খেলায়ারদের হাতে ইফতার সামগ্রীর তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন শি এর শ্রীমঙ্গল ইউনিট এর সভাপতি ঝিনুক বৈদ্য, কোচ আলতাফ হোসেন মুর্শেদ, কোচ দেব প্রসাদ শীল, কোচ লাবনী দোষাদ প্রমুখ।
ঝিনুক বৈদ্য বলেন, আমরা শ্রীমঙ্গলের বিভিন্ন চা বাগানের শিশুদের নিয়ে ফুটবল ও বলিবল প্রশিক্ষণ দিয়ে থাকি। তাদেরকে দেশ ও দেশের বাহিরে বিভিন্ন খেলায় অংশ নিতে সহযোগিতা করি। তাদের জন্যই তুরস্কের দাতা সংস্থা টিকা এর পক্ষ থেকে ইফতার সামগ্রী এসেছে। আজ আমরা এগুলো তাদের হাতে তুলে দিয়েছি।