May 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, March 8th, 2025, 12:09 pm

২০২৬ বিশ্বকাপ টাস্কফোর্সের নেতৃত্বে ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পএএফপি

খেলা ডেস্ক:
২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিতে সহায়তার জন্য গঠিত হোয়াইট হাউস টাস্কফোর্সের প্রধান হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সকে কমিটিতে ভাইস চেয়ারম্যান করা হয়েছে। তবে টাস্কফোর্সের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য একজন নির্বাহী পরিচালক নিয়োগ করা হবে।

গতকাল মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সাক্ষাতের দিনে এই টাস্কফোর্স গঠন করেন ডোনাল্ড ট্রাম্প। আগামী বছরের জুন–জুলাইয়ে ২৩তম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়।
ইএসপিএনের খবরে বলা হয়, ২০২৬ বিশ্বকাপ ফুটবল এমন সময়ে হতে চলেছে, যখন উত্তর আমেরিকা মহাদেশে শুল্ক আরোপ নিয়ে উত্তেজনা বাড়ছে। জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই প্রতিবেশী কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে যুক্তরাষ্ট্রের দুই প্রতিবেশী প্রতিক্রিয়াও দেখিয়েছে।

ট্রাম্প মনে করেন, এতে বিশ্বকাপের উত্তেজনা আরও বাড়বে, ‘আমার মতে, এটা ব্যাপারটাকে আরও উত্তেজনাময় করে তুলবে। টেনশন ভালো জিনিস।’
বিশ্বকাপের প্রস্তুতির জন্য টাস্কফোর্স নিরাপত্তা ও বিবিধ পরিকল্পনা নিয়ে কাজ করবে। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপ দেখতে প্রচুর পর্যটকের সমাগম হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ফিফা অফিশিয়ালদের সঙ্গে বৈঠকের পর বিশ্বকাপের মতো টুর্নামেন্ট আয়োজন করতে পারা নিয়ে ট্রাম্প বলেছেন, ‘এটা আমাদের দেশের জন্য দারুণ সম্মানের বিষয়।’

ওভাল অফিসে ট্রাম্পের হাতে ক্লাব বিশ্বকাপের অফিশিয়াল বল তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোওভাল অফিসে ট্রাম্পের হাতে ক্লাব বিশ্বকাপের অফিশিয়াল বল তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এএফপি

বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি মহাদেশটিতে যেমন এগিয়ে চলছে, তেমনি শুল্ক আরোপ করা নিয়ে ট্রাম্পের বারবার হুমকি দেওয়া, বাজার অস্থিতিশীল করে তোলা, যেটা বাণিজ্যযুদ্ধে রূপ নিয়ে অর্থনৈতিক মন্দাও ডেকে আনতে পারে। এ ছাড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডুকে নিয়ে মর্যাদাহানিকর মন্তব্য করার পাশাপাশি কানাডা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হয়ে যেতে পারে—এমন মন্তব্যও করেছেন ট্রাম্প। এই কথার পর দুই দেশের সীমান্তে উত্তেজনাও বেড়েছে।
২০২৬ বিশ্বকাপ মোট ৪৮টি দেশ অংশ নেবে। তিন দেশ মিলিয়ে হওয়া ১০৪ ম্যাচের ৭৮টিই হবে যুক্তরাষ্ট্রে। কানাডা ও মেক্সিকোয় হবে ১৩টি করে ম্যাচ। ১৯ জুলাই ফাইনাল হওয়ার কথা রয়েছে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, টাস্কফোর্সের কাজ হচ্ছে বিশ্বের নানা প্রান্ত থেকে বিশ্বকাপ দেখতে আসা প্রত্যেক সমর্থক যেন ‘নিজেদের নিরাপদ ও সুখী ভাবার পাশাপাশি আমরা যে বিশেষ কিছু করছি, সেটাও ভাবেন’, তা নিশ্চিত করা। ‘আমরা এখানে এই গ্রহের সর্বকালের সেরা আয়োজনটি করতে চাই,’ বলেছেন ইনফান্তিনো। ট্রাম্পকে একটি গেম বল দেওয়ার পাশাপাশি ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফিও উন্মোচন করেন ইনফান্তিনো। যুক্তরাষ্ট্রে ১৪ জুন শুরু হবে ফিফা ক্লাব বিশ্বকাপ।