সংবাদ বিজ্ঞপ্তিঃ
হজ্জ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর নব নির্বাচিত কমিটির দায়িত্বশীলগণ এব তাইবা এলায়েন্সের সম্মানিত সদস্যগণের উপস্থিতিতে তাইবা এলায়েন্সের নিজস্ব কার্যালয়ে হয়ে গেল এক বিশেষ ইফতার মাহফিল।
যেখানে অতিথিরা একত্রিত হয়ে ভ্রাতৃত্ব ও ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।
তাইবা এলায়েন্সের সম্মিলিত প্রচেষ্টাকে প্রশংসনীয় উল্লেখ করে প্রধান অতিথি হাবের নবনির্বাচিত মহাসচিব্ ফরিদ আহমেদ মজুমদার বলেন, ‘২০২৫ হজ্জ মৌসুমে তাইবা এলায়েন্সের অধীনে ১১টি স্বনামধন্য হজ্জ এজেন্সির একত্রিত হওয়া হজ্জ ব্যবস্থাপনার একটি যুগান্তকারী পদক্ষেপ।
ভবিষ্যতে এলায়েন্স ছাড়া হজ্জ বা উমরাহ কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। তাইবা এলায়েন্স একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে সবার সামনে থাকবে ইনশাআল্লাহ।’
এই ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাব এর সহ সভাপতি ও দ্যা সিটি ট্রাভেলসের ম্যানেিিজং পার্টনার হাফেজ নূর মোহাম্মদ, যুগ্ম সম্পাদক ও ওশিন এয়ার ইন্টারন্যাশনালের প্রোপাইটর মোহাম্মদ জাফর উদ্দিন, জনসংযোগ সম্পাদক ও বাংলাদেশ এয়ার ট্রাভেলসের প্রোপাইটর জাহিদ আলম, নির্বাহী সদস্য ও জাবাল ই নূর ট্রাভেলস এন্ড ট্যুরস ম্যানেজিং পার্টনার মুফতি মোহাম্মদ জুনায়েদ গুলজার, নির্বাহী সদস্য ও মোতালেব হজ্জ্ব সার্ভিসের ম্যানেজিং পার্টনার মোহাম্মদ আবু সালেহ রাজী।
এছাড়াও, তাইবা এলায়েন্সের ১১টি হজ্জ এজেন্সির টেকনিক্যাল টিম ও অন্যান্য বিশিষ্ট অতিথিরা ইফতার মাহফিলে অংশ নেন।
আরও পড়ুন
বিসিসিবি ওমেন এর চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বই শেয়ারিং
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত গরবিনী মা সম্মাননার ১ যুগপূর্তি অনুষ্ঠিত
নৌ নিরাপত্তা নিশ্চিতকরণে বর্তমান সরকার বদ্ধপরিকর: নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন