March 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 9th, 2025, 10:56 am

সাবেক ক্রিকেটার বীথির উদ্যোগ রংপুরে প্রতিদিন ইফতার করছে দুই শতাধিক অসহা দুস্থ এতিম

রংপুর ব্যুরো: পবিত্র রমজানে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন রংপুরের সাবেক নারী ক্রিকেটার আরিফা জাহান বীথি। মাসজুড়ে প্রতিদিন দুই শতাধিক রোজাদার অসহায় ব্যক্তিকে বিনামূল্যে ইফতার করানোর উদ্যোগ নিয়েছেন তিনি। গতকাল শনিবার নগরীর ঘনবসতিপূর্ণ স্টেশন পাটবাড়ি ও খেড়বাড়ি এলাকায় দুস্থ, এতিম ও তাদের বৃদ্ধ মা-বাবাসহ কর্মহীন দুই শতাধিকের বেশি রোজাদারকে নিয়ে ইফতারের আয়োজন করে বীথির প্রতিষ্ঠিত উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি অ্যান্ড হিউম্যানিটি ফাউন্ডেশন। তার আগের দিন বদরগঞ্জে অসহায় দুস্থ, এতিম, বৃদ্ধসহ কর্মহীন আড়াই শতাধিক রোজাদার ব্যক্তিকে ইফতার করানো হয়।
রোজার প্রথম দিন থেকে শুরু হওয়া বীথির এই ইফতার কার্যক্রম চলবে রোজার শেষ দিন পর্যন্ত। পুরো রমজান মাসে ছয় হাজার রোজাদারকে ইফতার করানোর চেষ্টার কথা জানিয়েছেন বীথি। এই উদ্যোগের কথা বীথি ফেসবুকে জানানোর পর বেশ ভালো সাড়া পাচ্ছেন। সামর্থ্যবান অনেকেই এগিয়ে এসেছেন তাঁকে সাহায্য করতে।
আরিফা জাহান বীথি ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত ঢাকা প্রিমিয়ার লিগ প্রথম বিভাগ ক্রিকেটে খেলেছেন। ২০১৭ সালে অসুস্থতার কারণে চিকিৎসকের পরামর্শে ক্রিকেট ছাড়তে বাধ্য হন। এরপর রংপুরে ফিরে ২০১৯ সালে জেলা স্টেডিয়ামে নারীদের জন্য উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি গড়ে তোলেন। বর্তমানে সেখানে কয়েকশ নারী ক্রিকেটারকে বিনামূল্যে ক্রিকেট প্রশিক্ষণ দিচ্ছেন তিনি। যুক্ত আছেন আরও সামাজিক কর্মকান্ডে। সাবেক এই ক্রিকেটার জানান, ইফতারের একেকটি প্যাকেটের খরচ পড়ছে ৮০ টাকা। প্রতিদিন ২০০ রোজাদারের জন্য খরচ লাগছে ১০ হাজার টাকা। পুরো এক মাসে, অর্থাৎ রমজানের ৩০ দিনে সর্বমোট খরচ পড়বে তিন লাখ টাকা। প্রথম রোজা থেকে এ পর্যন্ত বদরগঞ্জ, হারাগাছ, রংপুর নগরে বিভিন্ন এলাকায় ইফতার বিতরণ করা হয়েছে।