Sunday, March 9th, 2025, 2:41 pm

‘নারীরা কর্মক্ষেত্রে বেশি নিপীড়নের শিকার, এটা মানা যায় না’

নিজস্ব প্রতিবেদক:
গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেছেন, আমরা নারীদের ক্ষমতায় সর্বক্ষেত্রে চাই। নারীরা আজ কর্মক্ষেত্রে অনেক বেশি নিপীড়নের শিকার হচ্ছেন, এটা মানা যায় না। তিন বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যেও নারীদের তেমন অংশগ্রহণ নেই। আমরা গণঅধিকার পরিষদ চেষ্টা করছি নারীদের রাজনীতির মধ্যে নিয়ে আসার।

শনিবার (৮ মার্চ) বিকেল ৪টায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন নুসরাত জাহান কেয়া, নারী বিষয়ক সম্পাদক, মীর দিলরোবা সুলতানা, সহ নারী বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি, সঙ্গীতা হক যুগ্ম সাধারণ সম্পাদক, যুব অধিকার পরিষদ, রোকেয়া জাবেদ মায়াসহ আরও অনেকে।

সভায় উপস্থিত সব নারী নেত্রী সরকারের কাছে নারীর অধিকার, ক্ষমতায়ন, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।