March 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 10th, 2025, 11:20 am

৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেল ৮ শিশু-কিশোর

রংপুর ব্যুরো: রংপুর নগরীতে ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেল ৮ শিশু-কিশোর একটানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ আদায় করায় বাইসাইকেল উপহার পেয়েছে ৮ শিশু-কিশোর। এতে সংগঠনটির ৬১ হাজার টাকা খরচ হয়েছে।

গত শুক্রবার নগরীর এরশাদনগর জামে মসজিদে জুম্মার নামাজ শেষে এই বাইসাইকেল উপহার দেন নর্দান লাইটস নামের একটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন।  শিশু-কিশোরদের হাতে হস্তান্তর করেন সংগঠনটির চেয়ারম্যান ইয়াসির আরাফাত আসিফ।

এসময় উপস্থিত ছিলেন নর্দান লাইটসের ভাইস চেয়ারম্যান রোজাফ কবির, সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমেদ মিটু, মসজিদের সভাপতি আব্দুল গণি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

এরশাদনগর মসজিদটিতে জামায়াতের সঙ্গে নামাজ পড়া প্রতিযোগিতায় অংশ নেয় ৯৮ জন শিশু ও কিশোর। শেষ পর্যন্ত ৮জন টানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ ওই মসজিদে জামায়াতের সঙ্গে আদায় করেন।

নামাজ পড়ে সাইকেল উপহার পাওয়া তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অয়াজিৎ হোসেন জানান, আমি আল্লাহর ওপর ভরসা করে প্রতিযোগিতায় অংশ নিয়ে ৫ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করেছি। আমাকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে আমি তাতে খুবই খুশি।

সপ্তম শ্রেণির শিক্ষার্থী বাঁধন হোসেন জানান, আমি সব সময় জামায়াতে নামাজ আদায়ের চেষ্টা করব। আমার কাছে এটা শুধু উপহার নয়, এটা আমার কাছে অনেক কিছু।

আয়োজক সংগঠন নর্দান লাইটসের চেয়ারম্যান ইয়াসির আরাফাত আসিফ জানান, জামায়াতের সঙ্গে নামাজ আদায়ে উৎসাহিত করতে আমাদের এই উপহার কার্যক্রম। এটি অব্যাহত থাকবে। এর মাধ্যমে মসজিদে ৫ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করতে মুসল্লিদের উৎসাহিত করাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য।

মসজিদের খতিব মুফতি মো. সুজাত হোসাইন বলেন, শিশু বয়সেই জামায়াতের সাথে নামাজ আদায়ে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। আজকের শিশু-কিশোররা যেন আগামীদিনে দিনদার মুসল্লি হয়ে উঠতে পারে সেজন্য এমন আয়োজন বেশি বেশি হওয়া উচিত।