May 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 10th, 2025, 4:46 pm

রাতে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

খেলা ডেস্ক:
ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই মানেই বাড়তি উত্তেজনা। যে রোমাঞ্চ মাঠ থেকে ছড়িয়ে যায় মাঠে বাইরেও। এমনকি হাজার মাইল দূরের এই উপমহাদেশেও উত্তাপ ছড়ায় সেলেসাও-আলবিসেলেস্তেদের লড়াই। ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী এবার মুখোমুখি হচ্ছে ক্রিকেটে।

আজ সোমবার (১০ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে বারোটায় আর্জেন্টিনা নারী ক্রিকেট দলের বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল নারী ক্রিকেট দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে বুয়েনস এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে।

এই ম্যাচটি আইসিসি নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের অংশ। আমেরিকা অঞ্চল থেকে এই বাছাই পর্বে অংশ নিয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা। এই আসরের দ্বিতীয় ম্যাচ এটি।

এর আগে প্রথম ম্যাচে অংশ নেবে কানাডা নারী দল ও যুক্তরাষ্ট্র নারী দল। এই ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা আটটায়।

নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাপ পর্বে আমেরিকা অঞ্চল থেকে অংশ নিচ্ছে চার দল। এই তালিকায় ব্রাজিল, আর্জেন্টিনা ছাড়াও আছে যুক্তরাষ্ট্র ও কানাডা।