অনলাইন ডেস্ক:
সাভারের আমিবাজারের পাওয়ার গ্রিডের উপকেন্দ্রে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার প্রায় দুই ঘণ্টা পর এ আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।
আজ মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে এ আগুন লাগে। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। তাদের প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সকাল সোয়া নয়টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।
পাওয়ার গ্রিডের এ কেন্দ্রটি ৪০০/১৩২ কেভির। এখানে তিনটি ট্রান্সফরমার রয়েছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের একটি সূত্র প্রথম আলোকে বলেন, আমিনবাজারের আগুন লাগার ঘটনা জানার পাঁচ মিনিটের মধ্যে সেখানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট চলে যায়। পরে আরও একটি ইউনিট সেখানে যায়। দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে| আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

আরও পড়ুন
কুমিল্লায় নির্বাচনী অলিম্পিয়াড: গণতান্ত্রিক সচেতনতা বৃদ্ধি, গণতন্ত্র শক্তিশালীকরণ উদ্যোগ
রংপুরে ‘সংকটে তিস্তা নদী ও আর্থসামাজিক অভিঘাত’ শীর্ষক মতবিনিময় সভা
তিস্তা তীরের দুইশ শীতার্ত মানুষের পাশে কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটি