অনলাইন ডেস্ক:
বাগেরহাটের ফকিরহাটে পাঁচ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি অগ্নিকাণ্ডে বাজার ও একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন লেগে ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (১০ মার্চ) সন্ধ্যা ও দিবাগত মধ্যরাতে অগ্নিকাণ্ডের এসব ঘটনা ঘটে।
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফকিরহাটের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা জানান, সোমবার রাত আনুমানিক ১২টার দিকে ফকিরহাট বাজারের পুরাতন সুপারি পট্টি গলিতে মো. ইমরান (৩৫)-এর দোকানে আগুন লাগে। এরপর দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো জানান, আগুনে গার্মেন্টস ও সুতার দোকানসহ আশপাশের ৪টি দোকান পুড়ে গেছে। এতে প্রাথমিক ধারণা অনুযায়ী প্রায় ১৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
ক্ষতিগ্রস্ত দোকানের মালিক মো. ইমরান ও উত্তম চন্দ্র সাহা জানান, সামনে ঈদের জন্য নতুন পোশাক ও জিনিসপত্র উঠিয়ে ছিলেন দোকানে। আগুনে পুড়ে যাওয়ায় তাদেরকে পথে বসতে হবে। ৪টি দোকানে কমপক্ষে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তারা।
অপরদিকে উপজেলার মৌভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল সোমবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।
ফকিরহাট ফায়ার সার্ভিসের ওসি মো. শাহজাহান মিয়া জানান, একটি টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
ফকিরহাট উপজেলা শিক্ষা কর্মকর্তা শোভা রায় জানান, আগুনে মৌভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের একটি কক্ষের বৈদ্যুতিক মালামাল ও আসবাবপত্রের কিছু অংশ পুড়ে গেছে বলে তিনি জানতে পেরেছেন। প্রধান শিক্ষক লিখিত প্রতিবেদন দিলে বিস্তারিত জানা যাবে।
আরও পড়ুন
শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্তির চেষ্টা করছে সরকার
সাইবার হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি
জুলাই সনদ স্বাক্ষর ১৫ অক্টোবর, নেতৃত্বে প্রধান উপদেষ্টা