অনলাইন ডেস্ক :
প্রথম নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৫হাজার রান ও ৩শ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন অস্ট্রেলিয়া এলিসা পেরি। নিজ মাঠে ভারতের বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংসে ২ উইকেট নিয়ে তিনি আন্তর্জাতিক অঙ্গনে ৩শ উইকেট পূর্ণ করেন। ব্যাট হাতে আগেই তার ৫ হাজার রান আছে। চলমান টেস্টের আগে পেরির আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল- ৮ টেস্টে ৬২৪ রান ও ৩১ উইকেট, ১১৮ ওয়ানডেতে ৩১৩৫ রান ও ১৫২ উইকেট এবং ১২৩ টি-টোয়েন্টিতে ১২৪৩ রান ও ১১৫ উইকেট। ৩শ উইকেট পেতে মাত্র ২ উইকেট প্রয়োজন ছিল পেরির। ভারতের বিপক্ষে গোলাপি বলের টেস্টে ২ উইকেট নিয়ে প্রথম নারী ক্রিকেটার হিসেবে ৫ হাজার রান ও ৩ শ উইকেট পূর্ণ করেন এই অলরাউন্ডার। পুরুষদের ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৫ হাজার ও ৩শ উইকেট আছেন বাংলাদেশের সাকিব আল হাসানহ আরও ১১ ক্রিকেটার। তারা হলেন- ইয়ান বোথাম, কপিল দেব, ইমরান খান, ওয়াসিম আকরাম, সানাথ জয়সুরিয়া, শন পোলক, এন্ড্রু ফ্লিনটফ, শহিদ আফ্রিদি, ড্যানিয়েল ভেট্টোরি, ডোয়াইন ব্রাভো, মঈন আলী। পুরুষ ক্রিকেটে সর্বপ্রথম এই কীর্তি গড়েছিলেন অস্ট্রেলিয়ার বোথাম।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর