May 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 13th, 2025, 10:35 am

শেরপুরে গাছ সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি পালিত

জেলা প্রতিনিধি, শেরপুর : শেরপুরে জেলা প্রশাসন এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আয়োজনে গাছ সুরক্ষা বা পেরেক অপসারণ কর্মসূচি পালন করা হয়েছে। ১২ মার্চ বুধবার  দুপুরে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ডিসি উদ্যানে বিভিন্ন গাছে পেরেক দিয়ে সাইনবোর্ড, বিলবোর্ড সহ বিভিন্ন প্রচারণা বোর্ডের পেরেক অপসারণ উদ্বোধন করা হয়।
ময়মনসিংহ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আনম আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
এসময় জেলা প্রশাসক বলেন, জেলার বিভিন্ন স্থানের বিভিন্ন গাছপালা যেখানে পেরেক রয়েছে সেসব গাছের পেরেক উচ্ছেদ করে গাছ তথা পরিবেশ রক্ষা করা জন্য সকলকে এগিয়ে আসতে হবে। আগামী দিনে কেউ যেন নতুন করে কোন গাছে পেরেক লাগাতে না পারে সে বিষয়েও সকলকেই সজাগ থাকতে হবে এবং এ বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা,বন বিভাগের অন্যান্য কর্মকর্তা, বিএনপি’র নেতা আব্দুল আউয়াল চৌধুরী, জামাত নেতা মাওলানা আব্দুল বাতেন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়ার্ল্ড লাইফ বিভাগের রেঞ্জার আব্দুল্লাহ আলামিন, রেড ক্রিসেন্ট ও রোভার স্কাউটের স্বেচ্ছাসবী কর্মীরা উপস্থিত ছিলেন।