March 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 13th, 2025, 11:53 am

মাহমুদউল্লাহ রিয়াদের অবসরে যা বলছেন সাকিব

অনলাইন ডেস্ক:
দেশের ক্রিকেটে একটা লম্বা যুগের অবসান ঘটলো মাহমুদউল্লাহ রিয়াদের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন আগেই। গতকাল ওয়ানডে ফরম্যাটেও নিজের শেষটা দেখে নিলেন রিয়াদ। তার বিদায়ে বাংলাদেশের সাদা বলের ক্রিকেটে পঞ্চপান্ডব অধ্যায় কার্যত শেষ হয়ে গেল। সাকিব আল হাসান এখনো ওয়ানডে থেকে নিজেকে সরিয়ে না নিলেও তার খেলা নিয়ে আছে নানা প্রশ্ন, নানা শঙ্কা।

মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা শুভকামনা জানিয়েছিলেন মাহমুদউল্লাহকে তার অবসর জীবনের জন্য। রাতে তাতে যোগ দিয়েছেন সাকিব আল হাসানও। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অ্যাকাউন্টে বাংলা ও ইংরেজিতে রিয়াদকে জানিয়েছেন শুভকামনা।

স্ট্যাটাসে সাকিব লেখেন, ‘রিয়াদ ভাই, আপনার পাশে খেলা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্যের। আপনি মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই উদাহরণ স্থাপন করেছেন এবং আপনার রেকর্ডই কথা বলে। খেলার প্রতি আপনার নিষ্ঠা, স্থিতিস্থাপকতা এবং ভালোবাসার জন্য জাতি আপনার কাছে ঋণী। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন এবং নতুন যাত্রায় আপনাকে পথ দেখান।’

মাহমুদউল্লাহ রিয়াদের ক্যারিয়ার থেমেছে বাংলাদেশ ক্রিকেটে ১৮ বছর পথচলার পর। ২০০৭ সালের ২৫ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে শুরু মাহমুদউল্লাহর। শেষটাও করলেন ওয়ানডে দিয়েই। এই সংস্করণের ক্রিকেটে সবমিলিয়ে খেলেছেন ২৩৯ ম্যাচ। যেখানে ৩৬ গড়ে করেছেন ৫ হাজার ৬৮৯ রান। ৩২ ফিফটির পাশাপাশি হাঁকিয়েছেন চার সেঞ্চুরি। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৮২ উইকেট।

এ ছাড়া ৫০ টেস্ট খেলে প্রায় ৩৩ গড়ে করেছেন ২ হাজার ৯১৪ রান। যেখানে তার নামের পাশে ১৬ ফিফটির আর ৫ সেঞ্চুরি। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৪৩ উইকেট।

বাংলাদেশের জার্সিতে মাহমুদউল্লাহ টি-টোয়েন্টি খেলেছে ১৪১ টি। যেখানে প্রায় ২৪ গড়ে করেছেন ২ হাজার ৪৪৪ রান। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৪১ উইকেট।