অনলাইন ডেস্ক :
দু’বার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। মালদ্বীপে তৃতীয়বারের মতোও ট্রফি জিততে চাইছেন। তাই প্রতিযোগিতার সব ম্যাচই তার কাছে এখন যুদ্ধের মতো! সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে কাল সোমবার। নিজেদের প্রস্তুতি নিয়ে সুনীল বলেছেন, ‘আমার কাছে প্রত্যেকটি ম্যাচই যুদ্ধের মতো। তাই শেষে মুহূর্ত পর্যন্ত লড়াই করে যেতে হবে। ৯০ নয়, আমাদের ১০০ শতাংশ উজাড় করে দিতে হবে। কোন ম্যাচই সহজ নয়।’ প্রতিপক্ষ বাংলাদেশ হওয়ায় এনিয়ে ভীষণ সতর্ক সুনীল। তার মতে, ‘বাংলাদেশ সম্প্রতি কোচ পরিবর্তন করেছে। প্রতিপক্ষ হিসেবে ওরা খুবই শক্তিশালী। গত তিন-চার মাসে আমরা বাংলাদেশের বিরুদ্ধে খেলেছি। কঠিন লড়াই হয়েছিল।’ ভারত অধিনায়ক আরও যোগ করে বলেছেন, ‘সব দলই উন্নতি করেছে। আমরা ম্যাচ ধরে ধরে এগুতে চাই। এখন শুধু বাংলাদেশকে নিয়ে ভাবছি।’

আরও পড়ুন
দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন বিসিবি সভাপতি বুলবুল
ভারতকে উড়িয়ে যুব এশিয়া কাপ জিতল পাকিস্তান
হাদির প্রয়াণে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া