January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 3rd, 2021, 7:17 pm

কাশ্মীরে ৩ জায়গায় হামলা, নিহত ১

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

ভারতের কাশ্মীরে তিনটি আলাদা স্থানে হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার বিভিন্ন সময়ে এসব হামলার ঘটনা ঘটে। খবর এনডিটিভির। কাশ্মীরের রাজধানী শ্রীনগরে হামলা চালানো হয় বিকাল ৫টা ৫০ মিনিটের দিকে। মোজিদ আহমদ গোজরি নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। হামলায় আহত হন আরও বেশ কয়েকজন। এদিকে, অনন্তনাগের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এর একটি বাঙ্কারে গ্রেনেড ছোঁড়ে সন্ত্রাসীরা। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এরপর তৃতীয় বার হামলার ঘটনা ঘটে রাত ৮টার দিকে। কর্তৃপক্ষ জানিয়েছে, মোহাম্মদ শাফি দার নামে এক ব্যক্তি গুলিতে আহত হন। এসব ঘটনার পরপরই শহরের গুরুত্বপূর্ণ স্থান ও চেকপোস্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ বলছে, হামলার ঘটনাগুলো খতিয়ে দেখা হচ্ছে।