March 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, March 15th, 2025, 1:39 pm

আগামীতে প্রধানমন্ত্রী হবেন পঞ্চগড় থেকে: সারজিস আলম

অনলাইন ডেস্ক:
আগামী এক দশকের মধ্যে পঞ্চগড়ের একজন প্রধানমন্ত্রী হবেন, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (১৪ মার্চ) রাজধানীতে পঞ্চগড় জেলা সমিতি আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, পঞ্চগড়কে এগিয়ে নেওয়া যায় কীভাবে, সে বিষয়ে পরিকল্পনা করবো এবং ঐক্যবদ্ধভাবে সেই পরিকল্পনা বাস্তবায়ন করবো।

এ সময় পঞ্চগড়ে কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অসদুপায় অবলম্বনের অভিযোগ থাকলে তা জানানোর আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমরা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এক সপ্তাহের মধ্যে তাদের পরিবর্তন করবো।

পঞ্চগড়বাসীর উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, আসুন আমরা একসঙ্গে কাজ করি। আমাদের দল-মত আলাদা হলেও আমরা যদি একসঙ্গে কাজ করি, তাহলে পঞ্চগড়ের উন্নয়ন করা সম্ভব। পঞ্চগড়ের স্বার্থে আমরা একসঙ্গে কাজ করবো।