অনলাইন ডেস্ক :
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রথমবারের মতো আইনসভার (শুরা কাউন্সিল) নির্বাচন হয়েছে। স্থানীয় সময় শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভোট হয়েছে। এই নির্বাচনে ২৬ জন নারী প্রার্থী অংশ নিয়েছেন। কিন্তু তাদের কাউকেই বেছে নেননি ভোটাররা। অর্থাৎ প্রথমবারের আইনসভার নির্বাচনে একজন নারী প্রার্থীও জয়ী হতে পারেননি। ফলে এই নির্বাচন নারীদের হতাশ করেছে। বিশেষ করে যেসব নারী প্রার্থী দেশটির নারীদের হয়ে কথা বলা, তাদের অধিকার আদায় এবং অন্যান্য কাতারি নাগরিকদের জন্য কাজ করতে চান তারা এগিয়ে যেতে পারছেন না। নতুন আইন অনুযায়ী, আইনসভার নির্বাচনে ৪৫ সদস্যের শুরা কাউন্সিলের ৩০ সদস্য নির্বাচিত হবেন। আইনসভার এই ৩০ আসনের জন্য লড়াই করছেন ২৮৪ প্রার্থী। শুরা কাউন্সিলের বাকি ১৫ আসনে কাতারের আমির নিজেই প্রতিনিধি নিয়োগ দেবেন। নির্বাচনে অংশ নেওয়া আইশা হামাম আল জসিম (৫৯) বলেন, সব পুরুষ প্রার্থীকে জয়ী করা কাতারের লক্ষ্য না। তিনি দোহার মারখিয়া জেলা থেকে ভোটে লড়ছেন। নারীরা যা বিশ্বাস করেন তার ওপর জোর দেওয়ার জন্য তিনি সব নারীকে আহ্বান জানিয়েছেন। ভবিষ্যতে শক্তিশালী নারী প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি। তিনি বলেন, প্রথমবারের মতো কাতারের রাজনীতিতে নারীদের অংশ গ্রহণের সুযোগ হয়েছে। তবে অনেকেই মনে করেন, নারীদের নির্বাচনে দাঁড়ানো উচিত নয়।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩