March 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, March 15th, 2025, 9:48 pm

বোনকে ফ্ল্যাট হস্তান্তরে স্বাক্ষর জাল করেন টিউলিপ, অভিযোগ দুদকের

 

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক বাংলাদেশে তার বোন আজমিনা সিদ্দিকের নামে সম্পত্তি হস্তান্তরে জাল নোটারি নথি ব্যবহার করেছেন বলে অভিযোগ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বাংলাদেশ সরকারের মালিকানাধীন জমির অবৈধ বরাদ্দের বিষয়ে চলমান তদন্তে এ বিষয়টি উঠে এসেছে।

দুদক বলছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক তার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে ঢাকার পূর্বাচল নিউ টাউন প্রকল্পে সরকারি প্লট নিজের এবং তার পরিবারের জন্য দখল করেছেন, রাষ্ট্রীয় মালিকানাধীন জমির অবৈধ বরাদ্দের সুবিধা নিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুদকের প্রকাশিত একটি অভিযোগপত্রে কমিশন আরও অভিযোগ করেছে, টিউলিপ তার বোনের নামে একটি ফ্ল্যাট হস্তান্তরের জন্য একটি জাল নোটারি ব্যবহার করেছিলেন। এখন টিউলিপের বিরুদ্ধে আদালতে অভিযোগ জমা দেবে দুদক। মামলাটি বিচারের আওতায় আনার আগে আদালতকে অনুমোদন করতে হবে।

যুক্তরাজ্যে টিউলিপের ফ্ল্যাটের মালিকানাসহ নানা দুর্নীতি নিয়ে ফিনান্সিয়াল টাইমস প্রথম খবর প্রকাশ করে। যার জেরে রাজনৈতিক চাপের মুখে গত জানুয়ারিতে মন্ত্রিত্ব ছাড়েন তিনি।

সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস