March 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 16th, 2025, 3:16 pm

যে যত শক্তিশালী হোক, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবেই

নিজস্ব প্রতিবেদক:

কেউ যতই শক্তিশালী হোক না কেন, তাদের পেছনে যত শক্তিই থাকুক না কেন, ন্যায়বিচার একদিন প্রতিষ্ঠিত হবেই। বুয়েটের আবরার হত্যা মামলার রায়ের মাধ্যমে সমাজ এমন বার্তাই পেয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

রোববার (১৬ মার্চ) দুপুরে আবরার ফাহাদ হত্যার রায় ঘোষণার পর এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।
রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, রায়ে রাষ্ট্রপক্ষ হিসেবে আমরা সন্তুষ্ট। আমরা মনে করি আবরার ফাহাদের বাবা ন্যায়বিচার পেয়েছেন। দেশের মানুষের মাঝে ন্যায়বিচারের বার্তা গেছে। এ ধরনের রায়ের মধ্য দিয়ে রাষ্ট্র ও সমাজব্যবস্থায় ডিসিপ্লিন আনার জন্য, ন্যায়বিচার নিশ্চিত করার জন্য বিচার বিভাগের যে ধারণা, সেটা প্রতিষ্ঠিত হয়েছে।

এর আগে বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ আসামিরই মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন হাইকোর্ট। রায়ে বিচারিক আদালতের দেওয়া ৫ আসামির যাবজ্জীবন দণ্ডও বহাল ছিল।

এর আগে সকাল ১১টার পর থেকে দুপর ১২টা পর্যন্ত হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করেন। রায়ের পর প্রতিক্রিয়া জানান আবরারের বাবা ও ভাই।

বুয়েটের আবরার হত্যা ও রায়ের মাধ্যমে সমাজে কী বার্তা গেল এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল জানান, আপনি যত শক্তিশালী হোন না কেন, আপনার পিছনে যত শক্তি থাকুক না কেন, ন্যায়বিচার একদিন প্রতিষ্ঠিত হবেই।

তিনি বলেন, নিম্ন আদালত তার রায়ে যে ফাইন্ডিংস দিয়েছেন, সেটাতে হস্তক্ষেপ করার মতো কিছু পাননি আদালত। আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজন আসামি পলাতক রয়েছেন। এই রায়ের বিরুদ্ধে অবশ্যই আপিল হবে। আসামিরা অধিকার অনুযায়ী আপিলের সুযোগ পাবেন। তারপরে দণ্ড কার্যকরের বিষয় দেখা যাবে।