March 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 16th, 2025, 3:27 pm

শিক্ষকদের বেতন ২০ মার্চের মধ্যে, বোনাস ২২ তারিখের পর

নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের প্রথম থেকে পঞ্চম ধাপের বেতন একসঙ্গে দেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

অধিদপ্তরের কর্মকর্তারা জানান, চলতি সপ্তাহে এই পাঁচ ধাপের বেতন হতে পারে। এছাড়া ২২ মার্চের পর তারা উৎসব ভাতা (বোনাস) পাবেন।

মাউশি সূত্র জানায়, প্রথম থেকে চতুর্থ ধাপের ফেব্রুয়ারি মাসের বেতন ২০ মার্চের মধ্যে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সব দপ্তরের সহযোগিতা পেলে চলতি সপ্তাহে শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া হবে।

পঞ্চম ধাপে আরও ১২ হাজার শিক্ষক-কর্মচারীরর ডিসেম্বর মাসের বেতনও চলতি সপ্তাহে দেওয়া হতে পারে। আর আগামী সপ্তাহে ঈদুল ফিতরের উৎসব ভাতা পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

মাউশির মহাপরিচালক অধ্যাপক মুহাম্মদ আজাদ খান বলেন, শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়া হতে পারে। ইএমআইএস সেল থেকে আমাকে লিখিত ফরম্যাট দেওয়া হয়েছে। প্রথম-পঞ্চম ধাপের বেতন একসঙ্গে চলতি সপ্তাহে ছাড় করা হতে পারে। আগামী ২০ মার্চের মধ্যে তারা বেতন পেতে পারেন।

উৎসব ভাতার বিষয়ে তিনি বলেন, চলতি সপ্তাহে বেতন ছাড় করতে পারলে আগামী সপ্তাহের শুরুর দিকে উৎসব ভাতাও ব্যাংকে পাঠানো হবে। সম্ভবত ২২ মার্চের পর থেকে তারা উৎসব ভাতা পাবেন।

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত ৮টি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হতো। এ অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো।
গত বছরের ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়।

পরবর্তীতে ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পান গত ১ জানুয়ারি। দ্বিতীয় ধাপে ৬৭ হাজার, তৃতীয় ধাপে ৮৪ হাজার ও চতুর্থ ধাপে ৮ হাজার ২০০ শিক্ষক-কর্মচারীকে ডিসেম্বর ও জানুয়ারি মাসের বেতন দেওয়া হয়েছে। এখন তারা ফেব্রুয়ারি মাসের বেতন পেতে যাচ্ছেন।