অনলাইন ডেস্ক :
এখন থেকে নিজস্ব ওয়েবসাইট কিংবা সুরক্ষিত চ্যানেলে রফতানিকারক নিজেই রফতানি ডকুমেন্ট বিদেশে পাঠাতে পারবেন। রোববার (৩রা অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। এর আগে পণ্য জাহাজীকরণের (শিপমেন্ট) ১৪ দিনের মধ্যে রফতানি ডকুমেন্ট শুধু ব্যাংকিং চ্যানেলে বিদেশে পাঠানোর সুযোগ ছিল। নতুন নির্দেশনা অনুযায়ী, বিদেশি আমদানিকারক বা তাদের মনোনীত প্রতিনিধির কাছে রফতানিকারকরা সরাসরি রফতানি ডকুমেন্ট পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে কয়েকটি শর্ত পরিপালন করতে হবে। এর মধ্যে মূল পরিবহন দলিল বা এডি ব্যাংকের কাছে সংরক্ষিত থাকতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট পণ্যের রফতানি আয় দেশে আসার পর ওই মূল পরিবহন দলিল এনডোর্স করা যাবে। বিদেশি ক্রেতার চাহিদা অনুযায়ী রফতানি ডকুমেন্ট ব্যাংকিং চ্যানেলে বিদেশে পাঠানোর রেওয়াজ ওঠে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় বর্তমান ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে মনে করছেন এ খাতের সংশ্লিষ্টরা।
আরও পড়ুন
কর বাড়লেও জিনিসপত্রের দামে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা
দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড
আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা, আসবাবকে বর্ষপণ্য ঘোষণা